আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার সংজ্ঞা খুঁজি!

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

সপ্তপদী স্বপ্নেরা ভিড় করে মন-জানালা জুড়ে, দু'চোখে জাগে তাই রঙধনু আলোড়ন; প্রিয় হয়ে ওঠে মুক্ত বিহঙ্গেরা, কি যে ভালো লাগে পুষ্পের হোলি খেলা! অরণ্য বাড়ায় হাত, আকাশেরও হাতছানি- সমুদ্র ভাসিয়ে দেয় অনুভবে জলরাশি। যতই আবেগী হই, উচ্ছ্বাসে যত হাসি, স্বেচ্ছায় ভুলে থাকি- সবকিছু বানোয়াট, সাজানো, সর্বনাশী! রমণীর কমনীয় অবয়ব নাড়া দেয়- প্রেমের প্লাবন ডাকে- প্রতিক্ষণে শিহরণ, ব্যাকুলতা অকারণ, অবাক বিস্ময়ে খুঁজে পাই আমাতে নতুন এক আমাকে! প্রেমিক মন বোঝে না কিছুতেই! প্রণয়-আকর্ষণ.. সে তো মোহের-ই দর্পন, মগজের কোষে কোষে হরমনে সয়লাব; গ্রন্থিতে গ্রন্থিতে ঈশ্বর সেঁটে দেন প্রেমের মোড়কে ঢাকা জৈবিক প্রহসন! দু'দিন গড়ালে 'পরে, ভালোলাগা উবে যায়- সবই একঘেঁয়ে লাগে, নেশার জগতে বুঝি ঘোর অমানিশা! তবু তাকে তবে কেন বলি ভালোবাসা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।