আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার সংজ্ঞা



ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই, ভালোবাসা কি? সত্যিই আমি জানিনা!! আমি যতটুকু জানি, ভালোবাসা হচ্ছে একজন মানুষের মনের কোণে জমে থাকা তীব্র আবেগ, যার মাধ্যমে একজন মানুষ অন্য যে কোন মানুষের প্রতি তীব্র আকর্ষন বোধ করেন বা নির্দিষ্ট কোন প্রাণী অথবা প্রকৃতির প্রতিও হ’তে পারে। সত্যি কথা বলতে কি ভালোবাসা শুধু একজন ছেলের সাথে মেয়ের সম্পর্ককেই বুঝায় না, সন্তানের প্রতি মা-বাবার, মা-বাবার প্রতি সন্তানের, বা কোন প্রিয় কাছের বন্ধুর সাথে গভীর মমত্ববোধকেও বোঝায়, আমরা আজকাল যা লক্ষ্য করি তা হ’চ্ছে বিশ্ব ভালোবাসা দিবসে বেশীরভাগ মানুষই মনে করেন, এটা মনে হয় প্রেমিক-প্রেমিকা দিবস!!!সত্যিকারের ইতিহাস খুঁজেও বিশ্ব ভালোবাসা দিবসের তেমন কোন মাজেজা পাওয়া যাবেনা। ভালোবাসা কি আর নির্দিষ্ট দিন ঠিক করে করা করা যায়?? ভালোবাসা সবসময়ের জন্য!! আমরা প্রতিদিন আমাদের প্রিয় কাছের মানুষকে ভালোবসবো, তাদের সাথে খারাপ আচরণ করবোনা, এটাই আমাদের সাধারণ জীবনের একটা অংশ হিসেবে থাকা উচিত। তা্ই নয় কি??

অন্যভাবে বলতে গেলে এও বলা যায় দু’জনের সম্মতিকেই শুধু ভালোবাসা বলা যায়না, কোন ছেলে যদি কোন মেয়েকে গভীরভাবে ভালোবাসে অথচ মেয়েটির পক্ষ থেকে তেমন কোন সাড়া না পাওয়া যায়, তাহলে কি সেটাকে ভালোবাসা বলা যাবেনা?? অবশ্যই বলা যাবে, ভালোবাসার কোন সীমাবদ্ধতা নেই। ভালোবাসার কোন পরিধি নেই, অথচ আমরা শুধুমাত্র ভালোবাসার অর্জনকেই ভালোবাসার কাতারে ফেলে দেই!!যা অন্যায়!! আসুন আমরা মানুষকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি এবং অন্যান্য সকল প্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শন করি, ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে……তাহলেই হয়তোবা কোন দিবসকে আমরা ভালোবাসা দিবস হিসেবে সঠিক স্বীকৃতি দান করতে পারবো…….শুভকামনা সবার জন্য।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।