যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আচ্ছা ভাই বলেন তো প্যান্টে চেইন নাকি বোতাম কোনটা ভাল হবে? কলিগ সেদিন জানতে চাইলো ওয়েস্টেকসে। আমি কইলাম, চেইনই তো ভাল, কামের সময় ফট কইরা খুলতে পারবেন!
নতুন একটা ইস্টাইল আছে না বোতামে, বোতামওয়ালাই কিনি! এই বইলা কিনলো।
পরেরদিন ঐ প্যান্ট পইড়া অফিসে আইছে। দুপুরের দিকে তার কল, রিসিভার তুলতেই রাজ্যের বিরক্তি ঝরে পড়ে। কয়, মহাবিপদ, বোতাম খুলতে আর লাগাইতে মেলা সময় লাগে!
আমি হাসি, কইলাম, বোতাম খুলতে না হয় বেশি সময় লাগে, কিন্তু লাগাইতে বেশী সময় লাগবে কেন?
কলিগ বলে, আটকা থাকে তো, টাইট। ঠিকই কইছিলেন, চেইন হইলে ফট করে খুইলা ফট করে লাগানো যাইতো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।