মাঝে মাঝে মনে হয় এর চেয়ে যদি ছেলে হয়ে জন্মাতাম তাহলে অনেক স্বাধীন হতাম। আমি মনে মনে সুদূরের পিয়াসী হলে কি হবে, কবির ভাষায় "কক্ষে আমার রুদ্ধ দুয়ার সেকথা যে যাই পাশরী"। জয় রাধামাধব।
ইংরাজী শব্দ হোম টাউনের সঠিক বাংলা প্রতিশব্দটা জানা নেই। হলদিয়া আমার ঐ যাকে বলে হোম টাউন।
যেখানে ফেলে এসেছি আমার মা, ছোট বোন, বাড়ি ঘর, আর আমাদের কুলদেবতা রাধা মাধবকে। ব্লগের ছবিটা তাঁরই। প্রবাসের প্রথম কয়েকদিনে খুব হোম সিক হয়ে পড়েছিলাম। বিষেশ করে অবিবাহিত মেয়েদের পক্ষে বাড়ি ছেড়ে দুরে একাকি থাকা অসুবিধাজনক। কিন্তু কি আর করা? ঐ একটা কথা আছে না "পেটের দায়ে"।
আমারো তাই অবস্হা। আমার ব্লগে আসার মূল উদ্দেশ্য হল বাঙালী ধারাকে ফিরে পাওয়া।
আমাদের নয়ডা শহরে একটা বাঙালী দোকান মিষ্টির দোকান আছে। নাম মিষ্টিমুখ। ওখানে আবার বাংলা খবরের কাগজও পাওয়া যায়।
এছাড়া আছে বাঙালীদের তৈরী নয়ডা কালীবাড়ি। ওখানেও গেছিলাম একদিন। দেখি সবাই বাংলায় কথা বলছে। দারোয়ান থেকে পুরোহিত পর্যন্ত্য সবাই। দুর্গাপুজার সময় ওখানে খুব বড় করে উৎসব হয়।
আমাদের অফিসে অবশ্য বঙ্গসন্তান কেউ নেই। নয়ডায় বাঙালী যতই থাক তবু দুধের সাধ কি আর ঘোলে মেটে? আমাদের হলদিয়া শহরকে বড্ড মিস করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।