ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে অভিযোগ ওঠা ছয় কর্মকর্তাকে রাজ্য সরকার বদলি না করলে নির্বাচন বাতিল করা হতে পারে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন সামনে রেখে নিরপেক্ষভাবে কাজ না করার অভিযোগে রাজ্যের একজন জেলা প্রশাসক ও পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) বদলির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশন এ নির্দেশ দেয়।
এর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছি। আমি দায়িত্বে থাকাকালে কাউকে বদলি করতে দেব না। '
তিনি আরও বলেন, 'আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। দায়িত্বে আছি আমি। আর আমার সঙ্গে আলোচনা না করে কোনো কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।
'
নির্বাচন কমিশন সূত্র বলেছে, 'আদেশ পালনে রাজ্য সরকারের পদক্ষেপ দেখতে অপেক্ষা করব আমরা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করা না হলে নির্বাচন বাতিল করা হতে পারে। '
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।