আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূন আহমেদের মন্তব্যে নিন্দার ঝড়



সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদ দাবি করেন, বাংলাদেশের লেখকরা স্বাধীন। 'তাহলে হুমায়ুন আজাদকে মরতে হলো কেন?' পত্রিকাটির এ প্রশ্নের জবাবে প্রয়াত সাহিত্যিকের একসময়ের বন্ধু ও সহকর্মী হুমায়ূন বলেন, "কারণ যে বইটা তিনি লিখেছিলেন, তা এতই কুৎসিত যে, যে কেউ বইটা পড়লে আহত হবে। তার জন্য মৌলবাদী হতে হয় না। " দৃশ্যত হুমায়ূন এ মন্তব্য করেছেন হুমায়ুন আজাদের 'পাক সার জমিন সাদ বাদ' উপন্যাসটি নিয়ে। লেখক এতে একটি ধর্মশ্রয়ী রাজনৈতিক দল ও একাত্তরে তাদের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

দেশের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার হুমায়ূন আহমেদের এমন বক্তব্যে বিস্মিত আজিজুল হক। জনাব আজিজুল হক বইটি আপনি যদি সভ্য সমাজে সবার সামনে পড়েত পারবেন কিনা। বইটি আত্মীয় পরিজন নিয়ে পড়ার মত কিনা। আমি স্বীকার করি মুক্তিযুদ্ধে এরথেকেও খারাপ ঘটনা ঘটেছে। কিন্তু সেটাকে নানাভাবে উপস্থাপন করা যায়।

ভাল মনের মানুষেরা ভালভাবে উপস্থাপন করে আর নোংরা মনের মানুষ নোংরা ভাবে উপস্থাপন করে। আর যাদের মনে নোংরামি আছে তারা গ্রহণ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.