মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে, সত্যি ভালোবাসা (true love) বলে কি কিছু আছে? আমি ঠিক feel করতে পারি না। চারিপাশে এতো কিছু দেখি, মন তাই মানতে ভয় পায়।
মন-
তুমি কি কৃষ্ণচূড়া?
নাকি শ্রবণের বারিধারা?
তোমার জন্যে আমি হয়ে যাই দিশেহারা।
আবার কখনও হিসাব নিকাশ পালটে যায়। পাল্টে যায় সব কিছু।
মন আকাশের রং-
এই ভাল, এই নাই,
ক্ষণে ক্ষণে রং পাল্টায়।
তাইতো হুমায়ন আহমেদ এর সুরে সুর মিলিয়ে বলতে ইচ্ছা করে---
যদি আজ বিকেলের ডাকে
তার কোনো সাড়া না পাই?
যদি সে নিজেই এসে থাকে
যদি তার এতকাল পরে মনে হয়
দেরি হোক, যায়নি সময়।
..অসমাপ্ত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।