আমাদের কথা খুঁজে নিন

   

ব্রুস অলমাইটি

If you donot see bangla, download: http://www.omicronlab.com/avro-keyboard-download.html

রুমের টিভিটা প্রতিদিন ঠিক সন্ধ্যার সময় চালু হয়, আর বন্ধ হয় গভীর রাতে। ওটা নিজের মত করে চলতে থাকে, আমি আমার মত কাজ করি। মাঝে মাঝে একটা চ্যানেলকে রেস্ট দিয়ে অন্যটাকে সুযোগ করে দিই। আজ রাতে প্রথমবারের মত অনলাইনে টপকোডার সিংগেল রাঊন্ড ম্যাচ খেলতে বসেছিলাম। টিভি যথারীতি চালু।

২৫০ পয়েন্টের সবচাইতে সহজ প্রবলেমটা সলভ করার পর একবার চ্যানেল চেঞ্জ করতে গিয়ে দেখি জিম ক্যারিকে স্বয়ং গড এর ভূমিকায় টিভিতে দেখাচ্ছে। একদিকে ৫০০ পয়েন্টের প্রবলেমের সলুশনটা মাথায় ঘুরপাক খাচ্ছে- ডিএফএস করে দিয়ে প্রতিটি কম্পোনেন্টে নন-কানেক্টেড এজের সংখ্যা কাঊন্ট করলেই কাজ শেষ, অন্যদিকে জিম ক্যারি স্যুপের বাটিতে ফুঁ দিয়ে সেটাকে দুই ভাগ করে ফেলছে। পণ করলাম- মন দিয়ে কনটেস্ট করব, টিভিতে যা খুশি হোক। ওসব দেখা ছবি, এক ছবি আর কতবার দেখা যায়? কিন্তু ওসব পণ বেশিক্ষণ টিকলনা। জিমক্যারি যখন তার প্রতিদ্বন্দ্বি নিউজ রিডারকে অদৃশ্য জাদু দিয়ে বিরক্ত করতে লাগল, আমি আর থাকতে পারলাম না।

কিসের কনটেস্ট? এখন আমি 'ব্রুস অলমাইটি ' দেখব। মুভির শেষ দৃশ্য পর্যন্ত খুব আগ্রহ সহকারে দেখলাম। অনেকবার দেখা ছবিটা আরেকবার দেখেও খুব ভালো লাগল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.