সে-ই সবচেয়ে বেশী জানে, যে জানে যে, সে কিছুই জানে না!
Electrical and Electronic Engineering পড়ছি। আমাদের এবারের সেমেস্টারের (3-1) একটি কোর্স HUM 201 তার মধ্যে আছে accounting আর sociology। বুঝলাম না, accounting না হয় মানা গেল, কিন্তু sociology কেন? স্কুলে থাকতে সমাজ বিজ্ঞান ছিল আমার কাছে সবচেয়ে কঠিন, কারণ পুরাটাই ছিল মুখস্ত বিদ্যা। বহু কষ্টে পার করে এসেছি। এখন আবার engineering পড়তে এসে সেই একই মুসিবত! এর কারণ কি ভাই?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।