আমাদের কথা খুঁজে নিন

   

একজন ইঞ্জিনিয়ার ...

নিজের অস্তিত্ব আমাকে অনেক ভাবিয়ে তোলে। বিশাল এই পৃথিবীতে আমার মত একজন ক্ষুদ্র মানুষের কি কাজ তা আমাকে প্রতিনিয়ত ভাবিয়ে তোলে.. তাই সব সময় এই ভাবনায় ডুবে থাকি যে এখানে আমার কাজটা কি !!! তোমার সাথে আমার পরিচয়টা একটু অন্যভাবে । মাঝে মাঝে তাই খুব অদ্ভুত লাগে এই বিষয়টা । আর পরিচয় থেকে আস্তে আস্তে কিভাবে যেন এটা ভালবাসা নামক শব্দটার সাথে জড়িয়ে গেল তা হয়তো আমার মত তোমার ও অজানা । হয়তো ভালবাসা জিনিসটা এমনই ... ।

আমার প্রতি তোমার এই অকৃত্রিম ভালবাসাই তোমার প্রতি আমার ভালবাসা বহুগুণে বাড়িয়ে দিয়েছে । সেই সাথে শ্রদ্ধাবোধ জিনিসটাও তোমার ভালবাসার প্রতি আমার যুক্ত হয়েছে । ... কি অদ্ভুত তোমার পাগলামি !!! আমার কণ্ঠস্বর না শুনলে তোমার নাকি রাতে ঘুম আসত না । ক্লাসের ফাঁকে ফোনে আমাকে না পেলে সেদিন ক্লাস বাদ দিয়ে বাসায় চলে আসতে । তোমার এই ছেলে মানুষীগুলো আমার ভীষণ ভাল লাগত ।

তোমার মনে আছে আমাকে প্রতিদিন দেখার জন্য তোমার ছোট্ট ভাগ্নার শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলে । ধীরে ধীরে তোমার আপুদের অনেক পছন্দের একজন হয়েগিয়েছিলাম আমি । তারপর একদিন সাহস করে তোমার আপুদের বলেই ফেললাম আমাদের ভালবাসার কথা । তোমার আপুরা একটু বিস্মিত হলেও বলেছিলেন ভাল করে পড়াশুনা কর আমরা তোমাদের সাপোর্ট দেব । কিন্তু বাস্তবতা কেনজানি একটু অন্যরকম নির্মম।

ঠিক যখন তোমার আপুদের বলেছিলাম আমাদের বিষয়টা তখন আমি বিমান বাহিনীতে পাইলট অফিসার হওয়ার জন্য শেষ পরীক্ষা আই,এস,এস,বি প্রার্থী ছিলাম । অনেকের মত তোমার আপুরাও ধরে নিয়েছিলেন যে আমি চান্স পাব কিন্তু শেষ পর্যন্ত বাদ পড়ে গেলাম । আপুরা শুনে অনেক হতাশ হয়েছিলেন। তাদের সাপোর্ট কেন জানি আর পেলাম না। আর অন্যদের মত আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার না বলে তোমাকে সে কত কথাই না শুনতে হয়েছিল সে সময় ! ঠিক তখন আমি বুঝতে পেরেছিলাম ভালবাসার মানদণ্ড বিবেচনা করার জন্য এদেশে শিক্ষাপ্রতিস্তানটাই সবকিছু।

আর হয়তো তাই এ মানদণ্ড বিচারে তোমার জন্য সদ্য বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার যে কিনা তোমাকে নিয়ে অস্ট্রেলিয়া যাবে তাকেই সিলেক্ট করা হল। আর আমি থেকে গেলাম কার্জন হলের পুকুর পাড়ের সেই হোয়াইট হাউসেই। আপুরা ভুলেই গেলেন যে আমার মধ্যেও কিছু করার সম্ভাবনা আছে,ভাল কিছু করার সম্ভাবনা। আর তাইতো তোমার আপুদের বলেছিলাম একদিন নিজের যোগ্যতার প্রমাণ দেয়ার কথা কিন্তু সে কথা হয়তো ভুলেও বিশ্বাস করেননি তারা। আর তাই তুমি আজ অস্ট্রেলিয়াতে তোমার ইঞ্জিনিয়ার জামাইকে নিয়ে।

না, তারপর ও তোমার প্রতি আমার কোনও অভিযোগ নেই কারণ আমি জানতাম তুমি তোমার পরিবারের অত্যন্ত অনুগত একজন। যা অভাব ছিল তা আমার মাঝেই ছিল। অভাবটা ছিল আমার যোগ্যতার কারণ আমি এখনও বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্র। কিন্তু একদিন ভাল কিছু করব এ বিশ্বাস আমার মধ্যে আছে। তাতেই বা কি কারণ তখন তো আর তোমাকে পাওয়া হবে না... ।

যেখানেই থাক অনেক ভাল থাক তোমার একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.