আমাদের কথা খুঁজে নিন

   

(প্রিয় কবিতা-৬/মহাদেব সাহা) কারো সাথে কারো দেখা হয় না

Selfish Shellfish

যে-রকম আজকাল কারো সাথে কারো দেখা হয় না কাকে দুদন্ড বৃত্তান্ত বলবে মন খুলে কথাবার্তা, হাস্যালাপ করে না কেউ আদানপ্রদান সারে টেলিফোনে ব্যাঙ্কে, বীমার অফিসে, বাসরুটে সাংহাই টোকিওগামী এরোপ্লেনে মুখোমুখি হলে পরস্পর কুশল শুধায়, একই পাড়ায় থাকে লোক অথচ এ ফ্লাটে সে ফ্লাটে যেতে বাজাতে হয় দীর্ঘ কলিংবেল! যে-রকম রোগী দেখে ফেরে ব্যস্ত ডাক্তার যে-রকম চিঠি বিলি করে ফেরে নিযুক্ত পিয়ন কারো সাথে বলতে কি নেই দেখা নিজেই নিজের কাছে অপরিচিত, আদেখা অচেনা- সবার মুখেই বুঝি আরেকটা মুখ লাগানো মুখোশ; প্রদর্শনী ঘুরে ঘুরে উভয়েই ফিরি আমরা একি রাস্তায় থিয়েটারে পাশাপাশি বসি, দুজনেই বাস করি একই ঘরে একই বালিশে মাথা রাখি শুয়ে দুজনেই দুজনের নিঃশ্বাসের শব্দ শুনি তবু তোমার আমার দেখা হয় না আর। কবিতা-১/ মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস কবিতা-২/ পক্ষপাত কবিতা-৩/ যে যে কারনা আমি কষ্ট পাই কবিতা-৪/ দ্বিধা কবিতা-৫/ স্মৃতি গানের সাথে কবিতার কোনো সম্পর্ক নাই। খ্রিস্টান রক ব্যান্ড Skillet এর গাওয়া। আমার খুবই পছন্দ! Whispers in the Dark


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.