পাখি এক্সপ্রেস
পেট ভরে ভাত খাই, তিয়াস পুরিয়ে পানি;
ভরা পেটে দু’একটা সিগ্রেটও ফুঁকি-
বাধ্য বলতে এতটুকুই।
খাইনি বস এর ঝাড়ি, কিম্বা কলিগের বিদ্রুপ।
এখনও চুমু খাইনি একটাও -
খাইনি প্রেয়সীর কানমলা
দু’একটা থাপ্পড়।
আমি আর যা যা খেতে পারি -
ঘুষ খেতে পারি, খেতে পারি পস্রাব
মানুষের মাংস অথবা হাড্ডি -
যেমন খায় মজুতদার
কুত্তার মতো খেতে পারি বোনের স্তনমুকুল!
এরকম আরও অনেক কিছু...
অথচ আমার কেবলই ইচ্ছে হয়
রক্তের স্রোতে আছাড় খেতে;
তিরিশ লক্ষ মানুষের বিপরীতে
কয়েক লক্ষ অমানুষের রক্ত।
০৭.০৭.০৮
রাত ১২.৪০ মি.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।