ম্যান বুকার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ৯ দেশের ১০ জন স্থান পেয়েছেন। এঁরা হচ্ছেন ভারতের ইউ আর অনন্তমুরথি, ইসরায়েলের আহারন অ্যাপেলফেল্ড, যুক্তরাষ্ট্রের লিডিয়া ডেভিস, পাকিস্তানের ইন্তিজার হুসাইন, চীনের ইয়ান লিয়াঙ্কি, ফ্রান্সের ম্যারি এনদিয়ায়ি, কানাডার জোসিপ নোভাকোভিচ, যুক্তরাষ্ট্রের মেরিলিন রবিনসন, রাশিয়ার ভ্লাদিমির সরোকিন ও সুইজারল্যান্ডের পিটার স্ট্যাম। এর মধ্যে একমাত্র অরেঞ্জ ও ন্যাশনাল বুক ক্রিটিকস সারকেল পুরস্কারজয়ী রবিনসনই এর আগে এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
কমনওয়েলথভুক্ত দেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের লেখকদের উপন্যাসের ওপর প্রতিবছর 'ম্যান বুকার অ্যাওয়ার্ড' দেওয়া হয়।
এর পাশাপাশি ২০০৫ সালে সারা বিশ্বের লেখকদের জন্য প্রবর্তন করা হয় 'ম্যান বুকার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড'-এর। এটি দেওয়া হয় দুই বছর পর পর। এ ক্ষেত্রে লেখকের সামগ্রিক সাহিত্যকর্ম বিবেচনা করা হয়। লন্ডনে এক ডিনার পার্টি আয়োজনের মধ্য দিয়ে আগামী ২২ মে পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে তাঁর হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট ও ৬০ হাজার পাউন্ডের চেক।
বিগত চারটি আসরে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পান যথাক্রমে ইসমাইল কাদেরি, চিনুয়া আচেবে, অ্যালিস মুনরো ও ফিলিপ রথ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।