আমাদের কথা খুঁজে নিন

   

চুম্বন ফিরিয়ে নিলে

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

আমার ধুমপানের অভ্যাস ছিলো, একটু বেশিই ছিলো। সিগারেটের প্যাকেটের গায়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ পড়ে ক্ষতিকর অভ্যাস হিসেবে মেনে নিলেও, ছাড়তে পারিনি। তুমি বলেছিলে, ফুসফুস পোড়ানো যন্ত্রণাটা ছেড়ে দিতে; বিনিময়ে দেবে হাজারো চুম্বন। আমিও ভেবেছিলাম একটি সিগারেটের বিকল্প হতে পারে একটি চুম্বন। তাই একটি চুম্বনের জন্য ছুটে গিয়েছিলাম।

তোমার ঠোঁটের বাঁকা হাসিতে কোন সতর্কীকরণ বার্তা দেখিনি; আমি নিশ্চিন্তে বিকল্প নেশায় মজে ছিলাম। যখন তোমার কাছে যেতাম, মুখে থাকতো সুগন্ধী চকলেট; পাছে তুমি টের পেয়ে যাও, অভ্যাসবশত: ভুল করে এখনো দু’একটি টানা হয়ে যায়। আমি সিগারেট ছেড়েই দিয়েছিলাম প্রায়; পোড়া ফুসফুস ফিরে পাচ্ছিলো স্বাভাবিক ছন্দ। তোমার চুম্বন কখনোই ফিরিয়ে নেবে না জেনে স্বল্প সময়ে ফুসফুস পোড়ানোর বিচ্ছিরি নেশাটা কাটিয়ে উঠেছিলাম। তখন কি জানতাম- চুম্বন এক ভয়ংকর অগ্নি, লকলকে শিখায় গ্রাস করে হৃদয়ের কোষগুচ্ছ; ফিরিয়ে নিলে আত্মাসহ পোড়ায়! - - - মাইজদী, নোয়াখালী ১৯ জুন, ২০০৮ * লেখাটি একই সাথে আমার ব্লগে প্রকাশিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।