প্রথমবার দেখা হওয়ার পর পরবর্তী দেখা নিয়ে সংশয় ছিলো আকাশের। পরী আকাশ দু’জনেই জানে একবার দেখা হওয়া মানেই আবার, তারপর আবার এবং বারংবার। ইচ্ছের গলায় লাগাম পরানো তত সহজ ব্যাপার নয়। বাস্তবতার প্রতি শ্রদ্ধাশীল হলেও মনের দিক থেকে দু’জনেই বড় বেশী আবেগপ্রবন। নিজের সংযমের সীমা জানা থাকলেও আকাশ ভেবেছিলো পরী হয়তো পারবে সংযমের বাঁধ ভাঙ্গাটা প্রলম্বিত করতে।
ভাবনাটা পড়ে রইলো আস্তাকুঁড়ে, খুশির বিস্ময় নিয়ে আকাশ অনুভব করে আবারো দেখা করার জন্য প্রস্তুত পরী। তাই দু’দিনের ছুটি আর আকাশের সুদূর পথ পাড়ি পরীর পানে।
দু’টো দিন যেনো স্বপ্নের ডানায় ভর করে নিমেষে কেটে গেলো। প্রায় সারাদিন একসাথে। শহর ছাড়িয়ে বহুদূর।
অচেনা স্থান, অচেনা মানুষ। তার মাঝে হাত ধরাধরি ক’রে নিজের মনেই এলোমেলো পথ চলে পরী আর আকাশ। দ্যাখে রোদ বৃষ্টির লুকোচুরি, শান্ত প্রকৃতি, অস্তগামী সূর্য, অচেনা জনপদ। তার মাঝেই পরীর পানে চেয়ে বারবার কোথায় হারিয়ে যায় আকাশ। ভালোলাগা ছুঁয়ে থাকে সারাক্ষণ।
আর সারাক্ষণ অনুভব করে স্পর্শ ছাড়া ভালোবাসা কতোটা অপূর্ণ।
শেষ দিনটা হাজারো বিস্ময়ের পসরা সাজিয়ে ব’সে ছিলো যেনো। দূরে কোথাও যাওয়ার ইচ্ছে তো ছিলোই। কিভাবে যাওয়া হবে সেটা ভাবতে গিয়ে হঠাৎই ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত পাকাপাকি। অচেনা ছোট্ট শহরের মাঝে বিশাল এলাকা জুড়ে প্রকৃতির মাঝেই গড়ে উঠেছে এক দর্শনীয় স্থান।
ছায়া সুনিবিড়, শান্ত, স্নিগ্ধ। ব’সে থাকে দু’জন পাশাপাশি ঘন হয়ে। মন প্রাণ জুড়ে থাকে স্পর্শের উষ্ণ অনুভূতি। পরীর চিবুক টা ধরে নিজের দিকে ফেরায় আকাশ। গভীর দৃষ্টি নিয়ে চেয়ে থাকে একে অপরের দিকে।
আধবোঁজা চোখ নিমিলীত হয়ে আসে পরীর। নিজেদের অজান্তেই দু’জোড়া ওষ্ঠ ছুঁয়ে যায়, ছুঁয়ে থাকে। অতঃপর গভীর চুম্বন।
ভালোবাসার সবচেয়ে সুন্দর আর আবেগী প্রকাশ চুম্বনে। আকাশ সেটাই বিশ্বাস করে।
বলেছেও পরীকে আগে কথাটা অনেকবার। নাহ্, চুম্বনের অনুপস্থিতিতে ভালোবাসা অপূর্ণ ছিলো তা কখনো ভাবেনি আকাশ। তবে এখনকার ভাবনাটা অন্যরকম। অদ্ভুত এক সম্পূর্ণতা আচ্ছন্ন করে রাখে মনটাকে। মনে হয় আর যেনো কিছুই চাইবার নেই।
দিন শেষে বিদায়ের ক্ষণ আসন্ন। প্রথম বারের বিদায়টা ছিলো সব ছেড়ে যাওয়ার অনুভূতি, ছিলো অলীক স্বপ্ন ভাববার অবকাশ, আর এবারের বিদায় যেনো সব পাওয়ার আর কাছে থাকার অনুভূতি আর প্রতিশ্রুতি। আকাশ জানে, আপাতঃ এই বিদায় ফিরে ফিরে আসবার জন্যই। মন ডুবে থাকে অপার্থিব সেই চুম্বনের স্বপ্নীল মায়াজালে, ওষ্ঠে ছুঁয়ে থাকে আরেক জোড়া ওষ্ঠের কোমল স্পর্শ।
পূর্বের অংশ স্পর্শ
The Introduction
More about Pori & Akash
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।