বাঙালি, আফগানি, জাপানিজ, মালয় থেকে শুরু করে পশ্চিমা সংস্কৃতি– সব জায়গাতেই প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে চুম্বন পাওয়া যাবে। সংস্কৃতিভেদে চুম্বনের তারতম্য আর ভেদাভেদ আছে ঠিকই– কোথাও প্রেমিক প্রেমিকাকে কিংবা প্রেমিকা প্রেমিককে চুমু খায় গোপনে, কোথাও-বা প্রকাশ্যে, কারও চুম্বন শীতল, কারওটা-বা উদগ্র, কেউ ঘাড় কাত করে চুমু খায়, কেউ-বা খায় মাথা সোজা রেখে। কিন্তু চুম্বন আছেই– মানবসভ্যতার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিশে। তাই চুম্বনের বিবর্তনীয় উৎসটি আমাদের জানা চাই। (পড়তে ক্লিক করুন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।