সঞ্জয় মিঠু
আমাকে কি আদালতে যেতে বল মিনা...?
-হঠাৎ আদালতে যাবে কেন?
আমার পাওনাটা মিটিয়ে দিচ্ছ না তাই।
-কিসের পাওনা? কবে আবার আমি তোমার কাছে ঋণী হলাম?
সেই যে, সরিষার ক্ষেতে ফড়িং ধরার বাজিতে,
জিতেছিলাম “একটি চুম্বন” আজও বাকি রয়েছে।
-দেখ! কবে কোথায় কি জিতেছ্ তা, আজও মনে রাখতে আছে?
উহুঁ এভাবে ফাঁকি দেওয়া যাবে না।
-ফাঁকি দিলে, কিছু করতে পারবেনা,
-আদালতে তোমার এ আর্জি কেউ শুনবে ও না।
না শুনলো বা, আমার আদালতে আমিই বিচারক
শাস্তি হবে একের অধিক চুম্বন, কাঠগড়ায় তুমি।
-যদি বলি পাওনা পরিশোধ করেছি। জেতার মুহুর্তেই।
তাহলে কি বড্ড মিথ্যে বলা হবে না, মিনা?
যদি দিযে থাকো পুরস্কার, তবে তোমার ঠোঁটে আমার ছায়া কোথায়?
-দীর্ঘদিন থাকবে বুঝি সেই চিহ্ন?
থাকবে, মিনা থাকবে।
আমি ছুয়ে দেব তোমার ঠোঁট, আর তার চিহ্ন থাকবেনা তাই কি হয়?
-তোমার পাগলী রাখতো! এখন আমি উঠব
না, মিনা আজ আর বাকী রাখছিনা। ঢের হয়েছে।
-আমার সর্বাঙ্গে ইনজেংশন জারি করা আছে। ছোঁয়া যাবেনা
এটা আবার কোন আদালতের আদেশনামা?
- ওটা আমার আদালত।
তা হোক। শুধু তো মাত্র একটি চুম্বন?
তুমি দু’চোখ বন্ধ করলেই; আমি!
-আমার আদালত অমান্য করলে, কঠোর শাস্তি।
মিনা তুমি কোন যুগে বাস করছো, বলতো?
-কেন আমার যুগে?
তাই কি হয়? তবে আমি যাই কোথায়?
-ও তাই বুঝি? আচ্ছা দিতে পারি তোমার পুরস্কার।
-তবে শর্ত আছে, পুরস্কার গ্রহণে তোমার হাত থাকবে
-নীরব দর্শক। কোন ভুমিকায় যেতে পারবে না।
আমার হাতে কি ক্যামেরা আছে মিনা?
যে ছবি তুলে রাখব, পুরস্কার নেওয়ার?
-ওই ভুল করলে, হাতের দশটি আঙ্গুলে
-অনুভুতির দশদশটি ক্যামেরা!
অনুভূতির ক্যামেরা? বাঃ বেশ বলেছো, মিনা।
-আচ্ছা, গতকাল তোমার চিঠির খামে লুকিয়েছিল যে চুম্বনটা?
-সেটা তাহলে কোন পাওনা থেকে আদায় করলে?
ওটা আমার অধিকার। পাওনা নয়।
-আমি কি তোমার সম্পত্তি? যখন তখন আদায় করবে, কর?
তুমি আমার রাজ্য, রাজত্ব নও। অবারিত মাঠ, উন্মুক্ত আকাশ।
-উন্মুক্ত আকাশের কাছে, কারো পাওনা থাকে না।
থাকে বইকি, শ্রাবণের অঝোর ধারা? শরতের ছেঁড়া ছেঁড়া সাদা
মেঘ? শীতের পাখির উড়ে চলা? বসন্তের রঙ, গন্ধ...
-আমি, আমি এখন উঠব।
বুঝেছি, চলে যেত চাও।
পাওনাটা পরিশোধ করবে না?
আচ্ছা সেই ভাল, জমতে থাক আমার পাওনার খাতা
বুঝে নেব সব সুদে আসলে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।