নব্বই দশকে চলচ্চিত্রে আসা প্রায় সব নায়িকাই হারিয়ে গেছেন। তাদের স্থান দখল করেছেন নতুনরা। ওই সময় চলচ্চিত্রে আসা নায়িকাদের মধ্যে অন্যতম হচ্ছেন শাবনাজ, শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, শাহনাজ প্রমুখ। এদের মধ্যে শাবনাজ ও শাহনাজও সংসারী হয়ে অনেক আগেই চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন। মৌসুমী, শাবনূর ও পূর্ণিমা মাঝে মধ্যে বড় পর্দায় এলেও নিয়মিত নন।
তবে এবার মৌসুমী বড় পর্দায় নিয়মিত হচ্ছেন। তার কথায় নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্র অশ্লীলতার কবলে পড়লে বাধ্য হয়ে অভিনয় ছাড়তে হয়েছে। এরপর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কারণ সন্তানদের সময় দিতে হয়েছিল। ছোট বাচ্চাদের দূরে রেখে কিভাবে কাজ করি।
এতে ওদের মনে নেতিবাচক প্রভাব পড়বে। এখন বাচ্চারা বড় হয়েছে। চলচ্চিত্রেরও সুদিন ফিরে এসেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি ভালো গল্প ও চরিত্রের চলচ্চিত্রে নিয়মিত হব। শুধু অভিনয়ে নিয়মিত নয়, একইসঙ্গে বড় ও ছোট পর্দার জন্য নির্মাণ অব্যাহত রাখব।
মৌসুমী জানান, ইতোমধ্যে প্রায় ৭টি চলচ্চিত্রে অভিনয়ের কথা চলছে। এর মধ্যে একটি চূড়ান্ত হয়েছে। এটি হচ্ছে অভিনেতা মাহফুজ আহমেদ প্রযোজিত এবং অনিমেষ আইচের পরিচালনায় 'জিরো ডিগ্রি'। ত্রিভুজ প্রেমের গল্পনির্ভর চলচ্চিত্র এটি। এতে দুই নায়িকা থাকছেন।
অন্যজন হলেন জয়া আহসান। মৌসুমীর বিপরীতে তার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন মাহফুজ আহমেদ। এ চলচ্চিত্রটি ছাড়া মৌসুমী তার স্বামী অভিনেতা ওমর সানী পরিচালিত একটি চলচ্চিত্রেও অভিনয় করবেন। এ বছরের শেষ দিকে চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হবে। মৌসুমী-সানীর প্রযোজনা প্রতিষ্ঠান স্বাধীন প্রোডাকশন থেকে চলচ্চিত্রটি নির্মাণ হবে।
এই প্রযোজনা সংস্থা থেকে বর্তমানে ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য একটি টেলিফিল্ম নির্মাণ করছেন মৌসুমী। এতে অভিনয়ও করছেন তিনি। গত ঈদেও বেশ কটি টেলিফিল্ম নির্মাণ ও তাতে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী। মৌসুমী অভিনীত ও মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র ছিল চাষী নজরুল ইসলাম পরিচালিত 'দেবদাস'। চলতি বছরে এটি মুক্তি পায়।
আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে তার অভিনীত 'কিছু আশা কিছু ভালোবাসা' চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক। এ ছাড়া ঈদে অথবা ঈদের পরপরই মুক্তি পাবে চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত বহুল আলোচিত 'এক কাপ চা' চলচ্চিত্রটি। এতে মৌসুমী একজন লাইব্রেরিয়ানের চরিত্রে অভিনয় করেছেন। মৌসুমী বলেন, অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে দেশীয় চলচ্চিত্রের সুদিন ফিরেছে।
তাই এর ভিতকে মজবুত করতে পুনরায় এগিয়ে আসার বিকল্প নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।