রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর উচ্চ বিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের মামলায় বিএনপি নেতা ও মুন্ডুমালা পৌর কাউন্সিলর আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পর থেকেই রাজশাহী মহানগরীতে আত্মগোপন করেছিলেন তিনি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, মামলার সূত্র ধরে কাউন্সিলর আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবীরের বিরুদ্ধে স্থানীয় কাউন্সিলর ও বিএনপি নেতারা ছাত্রী উত্ত্যক্তের অভিযোগ তোলেন। এতে ব্যর্থ হয়ে গত শনিবার সকালে স্কুলে গিয়ে প্রধান শিক্ষক সামসুল হক ও সহকারী শিক্ষকদের মারধর করা হয়।
এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে গত রবিবার বিএনপি নেতা আতাউরসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।