masud_khan@yahoo.com
একজন নারী তার নবজাত কন্যাকে
চুপিচুপি ফেলে রেখে আসে আস্তাকুঁড়ে।
কান্না শুনে অন্য নারী গিয়ে কুড়িয়ে আনে তাকে।
পালন, পোষণ করে। মেয়ে বড় হয়।
তারপর একদিন জীবনের কোনো এক বাঁকে
একদা ঘটনাচক্রে দেখা হয়ে যায় অচেনা মা ও মেয়েতে।
মেয়ে কোনোভাবে জানতে পারে যে, ওই মহিলাই তার মা।
কিন্তু মা জানে না।
মাকে ছুঁয়ে দ্যাখে মেয়ে-
কোনো ক্রোধ কিংবা অভিমানবশে নয়, স্রেফ কৌতূহলক্রমে।
মা হঠাৎ অন্যমনস্কভাবে জিজ্ঞেস করে মেয়েটির বয়স-
তারপর অনেকক্ষণ নিঃশব্দে বসে থাকে তারা।
বাইরে অন্ধকার।
কড়াৎ শব্দে বাজ পড়ে কাছেই কোথাও।
মনে হয় আলকাতরামাখা পুরনো চটের মতো আকাশটা
চিরে যাবে যে কোনো সময়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।