আমাদের কথা খুঁজে নিন

   

দুঃসময়ের মুখোমুখি

বড় অসময়ের জন্মেছ হে মানব সন্তান!যখন
দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে মানুষ-
হায়েনার নগ্ন থাবা মেলে, ওরা
বসে আছে চারপাশে- ওঁত পেতে।
চিল শকুনের লোলুপ চাহনি!
যেন দৃষ্টি বাণে ছিঁড়ে খাবে সব!

আজ এখানে নগ্নতা আর যৌনতার ছড়াছড়ি!
প্রতিপদে নিগৃহীত আমার বোন;যেন সে এক ভীতু হরিণী কোনো।
শিকারি বাঘের হাত হতে তার মুক্তি নেই যেন।

আজ এখানে
শকুনের নখরে বাংলাদেশ
নিত্য যেখানে মৃত্যুর উদাম নৃত্য।
জীবনের কোলাহল গেছে থেমে, বেসাতি চলছে মৃত্যুর দামে।
নিলামে উঠেছে সব।
জীবনের কোনো মূল্যই নেই এখানে আজ!
যেন তা এক মৃত্যুপুরী।

হা হা হা হাসিতে ওঠে রোল, ক্রন্দনের
এই বুঝি ঝরে গেল কোনো তাজা প্রাণ!
সংশয়ে সদা প্রিয়জন।

বিষাক্ত বাতাসে ভেসে আসে সংবাদ
খবরের পাতায় ঠাঁই হয় না অন্য কোনো খবরের!

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।