আমাদের কথা খুঁজে নিন

   

মুখোমুখি দাঁড়াবার দিন

টুকিটাকি ভাবনাগুলো

"মুখোমুখি দাঁড়াবার এইতো সময়, শত্রু কে চিনে গেছে অমিত মানুষ, হৃদয় জেনেছে ঠিক কতোটা পচন- মুখোমুখি দাঁড়াবার এইতো সময়। বুঝেছে জীবন তার কোথায় খলন কোন সেই ভুল ছিলো বিশ্বাসে, বোধে, কোন সেই প্রতারক ছিলো তার প্রভু- মুখোমুখি দাঁড়াবার এইতো সময়। " -রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ আমাদের রাজনীতি আজ সুবিধাবাদীদের দখলে। নপুংশক আমাদের তথাকথিত সুশীল সমাজ। আমাদের যুবসমাজ সংকীর্ন ঘেরাটোপে বন্দী।

রাজা-রানী-উজীর-রাজপুত্রদের পাজেরো, মার্সিডিজে পিষ্ট খেটে খাওয়া মানুষ। যাদের রক্তে তিলে তিলে গড়া এই দেশ তারাই আজ ভোটের পন্য, খেলার পুতুল। তাদের দোহাই দিয়ে প্রতিনিয়ত বয়কট, সাম্রাজ্যবাদ ও খেলাফতের শাষনের রঙমনচ। ধর্ম এখন উৎকৃষ্ট পন্য ও হাতিয়ার রাজনীতির বেশ্যাবাড়িতে। জাতির পতাকাকে আর পুরোনো শকুনের নখর থেকে বাঁচানো যাচ্ছে না।

নষ্টদের অধিকারে মসনদ, ভবিষ্যত। সেই মসনদ নিয়ে কুৎসিত বচসায় রত মুদ্রার ও পিঠ। বিত্তবানরা বিভিন্ন নেতার লেবাসে বিত্ত সামলাতে ব্যাস্ত। আর কতো রক্তের বলী দেব আমরা তাদের জন্যে? আর কত নুর হোসেন, জনতার মনচ দরকার উদ্দেশ্য সাধনের জন্যে? সময় এসেছে আজ মুখোমুখী দাড়াবার। বয়কট যদি তাদের অস্ত্র হয় তবে আসুন বয়কট করি এইসব [link|http://www.thedailystar.net/2007/01/04/d7010401159.htm|c


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।