আমার এই পথ চাওয়াতেই আনন্দ
বন্ধুরা,
সামার ভ্যাকেশন চলছে, ঢাবি বন্ধ। আমাদের ছুটি নেই, থিসিসের কাজ করে চলছি। আমি ছুটে চলছি পানিতে ব্যাকটেরিয়ার খোঁজে। দেখতে দেখতে কেটে যাবে এই জুন, ঠিক যেভাবে কেটে গেল বিগত ছয়টি জুন মাস। কিন্তু এই জুন মাসটা একটু ব্যতিক্রম।
ঢাবিতে এটাই আমাদের শেষ সামার ভ্যাকেশন।
২০০২ এর জুনে যেই ভ্যাকেশন শুরু হয়েছিল তা ছিল ছুটির আনন্দে ছন্দময়। ২০০৮ এর এই জুন বিদায়ের ঘন্টা শোনাচ্ছে, আর পাব না। তোমাদের আর এখন তেমন পাই না, যাদের সাথে কাটিয়ে এলাম জীবনের ফেলে আসা ছয়টি বছর। বাংলার নানা প্রান্ত হতে আমরা এক হয়েছিলাম এই ঢাবিতে।
এখন সময় বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ার দৌড়ে সারিবদ্ধ হয়েছি। সবাই আমরা ব্যস্ত, জীবন গড়ার যুদ্ধে নামার প্রস্তুতি। ইতিমধ্যেই কয়েকজন যুদ্ধ শুরু করেছো, আমরা আছি লাইনে। বাস্তব করতে হবে আজতক দেখা সব স্বপ্ন।
আজ এক বন্ধুর সাথে কথা বললাম খানিক্ষণ।
এতদিন যেখানে ছিলাম, আজও সেই দুরত্বে থেকেই কথা হল। কিন্তু, উভয়ের মুখেই বিদায়ের আভাস। ২০০২ এর জুনের ভ্যাকেশনে আমরা শুরু করেছিলাম পরিচিতি পর্ব। এরপরের জুনগুলো কাটালাম নোট গুছাতে, পরীক্ষার প্রস্তুতিতে, অথবা পরীক্ষা দিতে দিতে। আর এবার কাটাচ্ছি চাকরির বাজারের আপডেট, জিআরই, টোফেলের প্রস্তুতি কিম্বা চাকরির বাজারে একে অপরকে টেক্কা দেবার প্রতিযোগিতার আলোচনায়।
যখন ক্লাস টু-থ্রিতে পড়ি, তখন ক্লাস ফাইভের ভাইয়া আপুদের দেখে ভাবতাম ওরা কত বড় আমি কবে ক্লাস ফাইভে পড়ব। ক্লাস টেনে থাকতে বিশ্বকাপ ফুটবল দেখতে দেখতে ভাবলাম, এর পরের বিশ্বকাপের সময় আমি বিশ্ববিদ্যালয়ে পড়ব। ক্লাস ওয়ান হতে রোজার ছুটি, গ্রীষ্মের ছুটি, শীতের ছুটি কতছুটিই না কাটালাম। এবারের এই ছুটিই শেষছুটি। আর কি কখনও পাব এই ছুটিগুলো? কি বলছি আমি এসব!! আমরা যে আর এসব ছুটির অপেক্ষাতেই থাকব না।
ছুটির পালা যে এবারই শেষ।
তোমাদের সাথে অনেক রাগ করেছিলাম। অনেক অভিমান ছিল, ছিল হাজারো অভিযোগ। ঠিক, এমনটি হয়ত ছিল তোমাদেরও আমার প্রতি। এভাবেই তোমাদের কাছ থেকে শিখেছি বাস্তবের সংজ্ঞা।
স্কুল কলেজের গন্ডি পেরিয়ে আসা বোকা এই আমাকে তোমরাইতো দেখিয়েছ জীবনের কঠিন রূপ! আমি শিখেছি কেউ কারো নয়, আবার সবাই সবার। বিশ্ববিদ্যালয়ের এই মুক্ত পরিবেশে আমাকে পরিপক্ক মানুষ হিসেবে গড়ে দেবার জন্য তোমাদের কাছে শুকরিয়া।
বন্ধুরা তোমরা যে যেখানেই থাক, ভাল থাক। আমাকে ভুলে যাও, দোষ দেব না!! তবে ভুলে যেও না আমাদের সেই সব স্মৃতিগুলো। সেই ডিপার্টমেন্ট, সেই মোকাররম-ভবন, কার্জন হল অথবা আমাদের সাইন্স লাইব্রেরী।
ভুলনা সেন্টমার্টিনের সেই নীল জলে ভাসানো উচ্ছল স্মৃতি। জীবন নদীর স্রোতে যেখানেই দেখা হবে, যখন জড়িয়ে ধরব তখন ফিরে যেও ফেলে যাওয়া এই ছয়টি বছরে।
আজ আর কিছু বলতে পারলাম না। জীবন সায়াহ্নে যখন অতীত ঘেটে ডায়েরীর পাতা ভরব, তখন বাকি কথা হবে। আজ বিদায়।
..................
ইতি,
~বিবর্তন~
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।