mdsakature@yahoo.com
নামায ইসলামের ৫ রোকনের মধ্যে অন্যতম একটি রোকন। প্রতিটি মোসলমান নর-নারীর জন্য নামায পড়া ফরজ। (নামায ফরজের শর্ত আছে)
নামায পড়ার অনেক ফযিলত আছে যার মধ্যে অন্যতম হচ্ছে..........
১) নামায সকল অপকর্ম হতে মানুষকে বাচিয়ে রাখে। (কোরআনে আছে)
২) যে ব্যক্তি নামায পড়ে সে নরম হৃদয়ের হয়।
৩) তার মুখোমন্ডল সর্বদা উজ্জল থাকে।
৪) ৫ ওয়াক্তে ৫বার অযু করে পবিত্র হতে হয় বলে নামাযি ব্যক্তির রোগবালাই কম হয়।
৫) আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।
৬) নামায আর্থিক কোন এবাদত নয়,তাই এই এবাদত করা সহজ।
৬) নামাযে ইবাদতের পাশাপাশি শারিরিক কোন সমস্যা থাকলে তা দূর হয়ে যায়। কারন রুকু, সিজদা ইত্যাদিতে শরিরের যতেষ্ট লাভ হয়।
৭) নামায কবরে নামাযি ব্যক্তির পাশে থাকবে।
৮) যে ব্যক্তি নামায পড়ে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে নিযম-শৃংখলা চলে আসে।
সবচাইতে বড়কথা হচ্ছে, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামায পড়ে সে অন্যায় করতে ভয় পায় কারন সে নামায পড়ে বলে তার বিবেক তাকে অন্যায় করতে বাধা দেয়।
সুতারাং আসুন আমরা ৫ওয়াক্ত নামায পড়ে নিজের চরিত্রকে সুন্দর রুপে গড়ে তুলি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।