মুক্তি পেয়েও আরিফের ফেরারী জীবন
মুগ্ধ হয়ে পোষ্ট টা পড়লাম। শেষ করে, মন্তব্যের জন্য নীচে নেমে দেখী বিশাল খড়গ!!!
এখানে আপনার মন্তব্য করার অধিকার নাই!!!!!!!
খুব কষ্ট পেলাম। কারণ ভিন্ন মত থাকতেই পারে। তাতে আলোচনা, তর্ক বিতর্ক থাকতেই পারে। তাই বলে এতো-------------
সাম্প্রদায়িকতা কি কেবলই ধর্মে??? এটাও কি এক ধরনের মৌলবাদ নয়????
গোড়ামী আর বিদ্বেষ বললেও কি অত্যুক্তি হবে???
কি জানি!!! তথাকথিত প্রগতিশীল হতে হলে বুঝি এমনই হতে হয়।
কিন্তু আমরাতো বুঝি খুব সহজ করে। যেমন আরিফের বিষয়ে সহমত পোষন করি, তেমনি নিজের বিশ্বাসের প্রতিও অকুন্ঠ নিবেদীত থাকার চেষ্টা করি। যেমন দেশকে ভালবাসি তেমনি সাম্রাজ্যবাদকে ঘৃনা করি। যেমন আপনা মতের প্রতি নিবেদীত.. তেমনি অন্যের মতের প্রতিও সহনশীল... যদি না তা ব্যাক্তিগত আক্রমন বা অশ্লীলতার পর্যায়ে যায়।
যাকগে।
ভাল থাকুন সকলে। আর আরিফের বক্তব্য জানার আয়োজন করা তাঁকে অশেষ ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।