যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
কানাডার পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম বার্নিয়ে পদত্যাগ করেছে। মন্ত্রীদের পদত্যাগ করার বিষয়টা তেমন কোন বড় খবর না। কিন্তু এবারের ঘটনাটা একটু ভিন্ন বলেই হয়তো মিডিয়া বেশ উৎসাহের সাথে খবরটা চর্বন করছে।
ঘটনা হলো গতসপ্তাহে খবরটা নিয়ে হৈ চৈ শুরু হলেও প্রধানমন্ত্রী বুশ স্টাইলে সব কিছুর জন্যে মিডিয়া দায়ী টাইপের বক্তব্য দিয়ে সংসদকে ঠান্ডা করার চেষ্টা করেছে। কিন্তু মিডিয়ার লোজনও মনে হয় বুদ্ধিমান হয়ে গিয়েছে।
টিভিতে প্রচারিত প্রাথমিক রিপোর্টে শুধু মাত্র পররাস্ট্র মন্ত্রীর গালফ্রেন্ডের সাথে অপরাধ চক্র বাইকার গ্যঙ এর যোগাযোগ বিষয়ে বলা হয়। সংসদে সরকারী দলের এমপি রা বিরোধী দলকে এই বিষয়ে কথাবলা জন্যে হাসিঠাট্টার বিষয় করে তোলে। কার সাথে কার ব্যাক্তিগত সম্পর্ক আছে তা নিয়ে মাথা না ঘামিয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলকে দেশের কাজে মন দিতে উপদেশ দেন। মিডিয়াকেও ব্যক্তিগত বিষয় নিয়ে হৈ চৈ না করে দেশের সমস্যা নিয়ে রিপোর্ট করার জন্যে পরামর্শ দেন।
এরপরই চলে আসে ভয়াবহ একটা স্বাক্ষাৎকার।
পররাষ্ট্রমন্ত্রীর গার্লফ্রেন্ড স্বাক্ষাৎকারে বলে যে গত এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী তার এপার্টমেন্টে একটা গোপন দলিলে ফেলে আসে। যদিও পরদিন সেই দলিল যথাযথ যায়গায় পাঠানো হয়েছে - কিন্তু সেই দলিলে খবরটা মিডিয়াতে চলে আসে। দলিলটা ছিলো আফগানিস্থান ও ন্যাটো বিষয়ে পরবর্তী মিটিং এর এজেন্ডা।
এরপর আর বেচারার কোন কথা বলার সুযোগ থাকে না - পদত্যাগ করে নিজেকে ঝামেলামুক্ত করার চেষ্টা করছেন। কিন্তু বিরোধীদল বোধ হয় এতো সহজে সরকারকে ছাড় দিচ্ছে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।