আমাদের কথা খুঁজে নিন

   

বৃন্দাবন, পরী এবং মা

পাখি এক্সপ্রেস

আজও সেই বৃন্দাবনে তুলসী পাতা রঙয়ে মনের পটে আঁকি ছবি স্মৃতি খোঁড়ার ঢঙয়ে পাখির বাসায় ঘাপটি মেরে পাখি চুরি করা তার জন্যই আধার আনতে বৃন্দাবনে ঘোরা। । মা বলতেন, ওরে খোকা যাসনে ওখানে পরীরা সব লুকিয়ে থাকে ঐ যে বৃন্দাবনে তুই না আমার লক্ষী ছেলে মায়ের কথা শুনিছ! আর যাসনে ওখানে বাপ মায়ের আচল ধরিস। । শুনেছতো কি বলেছে মা? ওখানেতে পরী আছে, আর আমি যাব না? তারপরে বৃন্দাবনে করে নিলাম বাসা দু'টা না হোক একটা পরী, মনের কোনে আশা।

। এমন কতো সকাল, দুপুর রাত্রি গেল ভাই মাস যে গেল, বছর গেল পরী আসে নাই মাটির খাতায় ভরা পাতায় কতো পরীর ছবি পরীর নাম যপে যেতাম, রাগ করে যদি। । সেই খোকা আজ বড় হলো, সেতো মস্ত বড় মাথার ভেতর ব্লগবাজি আর চিন্তা গড়গড় মা এখনো আগের মতো ভয়ে ভয়ে থাকে তার ছেলে যায় না যেন, পরীর বাড়ির বাঁকে। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।