আমাদের কথা খুঁজে নিন

   

বৃন্দাবন বিলাসিনী: লোপামুদ্রার গান

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

গানটা কে রচনা করেছেন জানিনা তবে খুব ভাল লাগা একটা গান এটা। এই গানটা উত্তম কুমার অভিনীত রাইকমল সিনেমাতে দেখেছিলাম।

সম্ভবত পুরানো গান। আমার ঠিক জানা নেই। রাইকমল সিনেমার গানটা পেলাম না বলে এখানে লোপামুদ্রা মিত্রের কন্ঠে এই একই গান ব্লগে দিলাম। গানটা শুনে শুনে বাণী (লিরিক্স) টা আমিই তুলেছি। গানের লিঙ্ক নিচে আছে।

শুনে জানাবেন কেমন লাগল। প্রেম আর খুনসুটির গান। তবে কারোর কাছে রাইকমল সিনেমায় গাওয়া এই গানটা থাকলে প্লিজ দেবেন। --------- বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের । (২) রাই আমাদের রাই আমাদের, আমরা রাইয়ের, শ্যাম তোমাদের, রাই আমাদের ।

(২) বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের । (২) শুক বলে আমার কৃষ্ণ মদন মোহন। আহা শুক বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর সারী বলে, (২) আমার রাধা বামে যতক্ষন নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।

(২) শুক বলে আমার কৃষ্ণের চুড়া বামে হেলে। আহা শুক বলে আমার কৃষ্ণের চুড়া বামে হেলে। আর সারী বলে, আমার রাধার চরন পাবে বলে, চুড়া তাইতো হেলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। (২) শুক বলে আমার কৃষ্ণের মাথায় শিখির পাখা।

আহা শুক বলে আমার কৃষ্ণের মাথায় শিখির পাখা। আর সারী বলে, (২) আমার রাধার নামটি তাতে লেখা, সে যে যায়না দেখা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। (২) শুক সারী দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। আহা শুক সারী দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল।

রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। (২) রাই আমাদের রাই আমাদের, আমরা রাইয়ের, শ্যাম তোমাদের, রাই আমাদের। (২) বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের (৪) ... (ফেড হয়ে যাচ্ছে আওয়াজ) গানটা শুনুন: লিঙ্ক এখানে বিঃদ্রঃ - ছবিটা আমার তোলা নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।