আমাদের কথা খুঁজে নিন

   

তোমার জন্য একটা সকাল

পরিবর্তনের জন্য লেখালেখি

[ বহু বছর কেটে গেছে লাল জলে ঢেউ গুনে বহু রাত কেটেছে দীর্ঘশ্বাসের শব্দ শুনে এক একটা চৈতালী রাতের বাতাস , হু হু ডাক তীব্র হতাশা আর ক্ষোভের আহুতি , কান্নারা নির্বাক বিচার হয়নি আজো , জানি না হবে কি না মৃত্যুর পরে তবু ওদের নত শির আর আহত পশুর আর্তনাদ ভরে যেই একটা সকাল পেয়েছি আজকে , তারই রোদে আগুন জ্বেলে আলো দিতে চাই আমাদের ঘুমন্ত বোধে ] বিশ্বাস করো , প্রিয়তম অধরে ওষ্ঠে ছোঁয়াবো বলে একটিও বেলী ফুল নেই বাকি আগুন জ্বালা অন্নমূল্যের পরে বিত্তের বিচারে প্রতি পলে পলে নিজেরই অক্ষমতাকে ঢাকি । দুরন্ত শৈশবের পরে আর একদিনও ওড়ানো হয়নি লাল নীল ছাঁচ কাটা ঘুড়ি উচ্চশিক্ষা আর নিম্ন শিক্ষকের চড়া বাজার আমার সয়নি তাই মুখ থুবড়ে পড়ি, পুড়ি। হালের আত্মীয় স্বজনের আত্মা চোখ ধাঁধানো আধুনিকতা নাগালে পাই নাই কখনো বাবার অন্তর্ধান, মায়ের শূন্য ভাঁড়ার রক্তের শিকড়, লতা , পাতা জড়িয়ে কি আর থাকে তখনো ! একটা চৌকো কাগজ আর তাতে ছাপার অক্ষরে লেখা "আপনার চাকুরী", একটা নিশ্চিত ঘুম, দেহজ রস নদী শূন্য করে আজো বিবেক বিকোনো শেখা হয়নি তাই চারদিক নিজ্ঝুম । আমার শেষ আশ্রয়, শোনো ! তোমার গায়ে চড়েনি বেনারসী এক ভরি স্বর্ণ ঝোলেনি কানে তোমার "ঘর" হয়নি, হবে না তোমার রক্তিম পা, ঘাম ভেজা মুখ, দোষী আমি নিজে তা সারা দুনিয়া জানে । তবু দিচ্ছি কথা জেনো, একটা স্বপ্ন খুব গভীরে আছে পাথরে খোদাই একটা অঙ্গীকার ; তোমার পায়ের তলায় ফেলে দেব আজকে যারা ভন্ডামিতে বাঁচে মতি কুত্তার লাশ ; যত রাজাকার !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.