আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে রানওয়ে থেকে বিমান ছিটকে আহত ১৪

থাইল্যান্ডে যাত্রীবাহী একটি বিমান অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যায়। এসময় কোন হতাহতের ঘটনা না ঘটলেও অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।

জানা যায়,  আজ সোমবার সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ২৮০ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় রোববার দিনগত শেষ রাতে ব্যাংককের মূল বিমানবন্দর সুভর্নাভূমির রানওয়েতে অবতরণ করতে যায়। অবতরনের সময় বিমানের চাকা রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যায়। ফলে দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি।

থাই এয়ারওয়েজের এ এয়ারবাসটি এ৩৩০-৩০০ চীনের গুয়াঙ্গঝৌ প্রদেশ থেকে ২৮০ জন যাত্রী নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক আসে।

প্রাথমিক তদন্তে জানা যায় যান্ত্রিক ত্রুটির ফলে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। তবে বিমানটির পাইলট এয়ারবাসটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আহত রোগীদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এখন কোনো বিমান ওঠানামা করছে না বলে জানা যায়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.