যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
খুব বেশি উচু নয় । মাত্র ১৩-১৪ তলার উপর , দড়ির মই বসে কাজ করছে দুইজন রং মিস্ত্রি । এক হাতে রং এর বালতি আর অন্য হাতে মোটা ব্রাশ ।
এত সেকেন্ডের অসতর্কতা বুহুদিন ধরে তিলে জমে উঠা জীবনের পরিসমাপ্তি । যে মরে গেল সে তো এক অর্থে বেচে গেল কিন্তু যে না মরে পঙ্গু হয়ে বেচে থাকে ?? তার নিদারুন কষ্টের কথা নাই বললাম । আর যে মরে গেল সে এই দারিদ্রের কষাঘাত থেকে বেচে গেল!!!
এই জীবনের ঝুকি নিয়ে যারা কাজ করছে, তাদের না আছে মৃত্যুঝুকির কোন বোনাস কিংবা কোন দুর্ঘটনা ঘটলে দায় দায়িত্ব নেবার কেউ । কিন্তু তারপর্ও কোন প্রকার আক্ষেপ যেন নেই তাদের । তাদের ঝুকি কমাতে নেই কোন উদ্যোগ ।
হতে পারত কোমরে বেল্ট লাগিয়ে কিঙবা নিচে নেট বিছিয়ে কাজ করা । যদি আইন কানুন আছে ; কিন্তু সেই নিয়ম্ও যেন শুধুমাত্র অর্থবানদের জন্য । এই সব গরীব খেটে খাওয়া শ্রমজীবি মানুষের জন্য কোন আইন নেই, আছে তাদের নিপীড়নের সকল নিয়ম ।
এই সবে খেটে খাওয়া শ্রমজীবি মানুষের শ্রম এর যথার্থ মূল্যায়ন হোক, মেহনতি মানুষের জয় হোক ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।