আমাদের কথা খুঁজে নিন

   

ত্যাগ স্বীকার !



কিছুদিন আগে এক সন্ধায় রিকশায় করে বড়পোল যাচ্ছিলাম। একটু তাড়া থাকার কারনে পাইলটকে তাগাদা দিচ্ছিলাম। আর্টিলারির রাস্তা গুল ওয়ান ক্রসিং হওয়ায় একটি মাইক্রো অপজিট থেকে তার সামনের রিকশাকে ওভারটেক করতে গেলে আমার রিকশাটি রাস্তা ছেড়ে খালি অংশে নেমে যেতে হয়। মাইক্রোকে উদ্দেশ্য করে 'দুত শালা হারামির বাচ্ছা' বলায় আমার পাইলট আমার দিকে তাকিয়ে হেসে দিল। তারে বল্লাম- আর এভাবে ওভারটেক করলে মাজ বরাবর দাড়িয়ে থাকবে! রাস্তা ছাড়ো কেন? জবাবে সে যা বল্ল তাতে আমি স্তব্ধ!! ''মামা, যহন ঐ গাড়িত থাহেন, ওয়সম যদি এই ভাবনা আম্নের মাথায় থাক্ত, তয় আমগোল্লাই দুনিয়া এত কঠিন ঐতনা!'' মিথ্যা বলব না , যখন প্রাইভেট কার বা এই জাতীয় গাড়িতে থাকি তখন রিক্সা বা রিক্সার মত গাড়িগুলোকে জন্জাল মনে হয়। আর রিক্সায় থাকা অবস্থায় প্রাইভেট কারগুলোকে বড্ড উদ্বতঃ আর বেয়াদব মনে হয় !! আসলে আমরা প্রতিপক্ষের অবস্থান থেকে চিন্তা কর্তে পারিনা। অথচ পারিবারিক, সামাজিক এমনকি জাতীয় জীবনে সেক্রিফাইসের গুরুত্ব অপিরিসিম। আর এই সেক্রিফাইস আসবে তখনি, যখন অন্যের অবস্থানে নিজেকে কল্পনা করা যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।