আমি অনেক কিছুই চাই। কিন্তু পেয়েও পাইনা। মনে হয় আমি চরম হতাশার মধ্যে কাটাচ্ছি!
বুঝতে পারিনা মানুষ কিসের টানে বা কোন মোহে আহঙ্কার করে। অহঙ্কারীদের পতন যে ঠেকানো যায়না, তা বুঝা উচিত। তাছাড়া জালিমদেরও পতন ঘটে পৃথিবীতেই।
আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন- যারা জুলুম করে, অন্যায় করে এবং অন্যের অধিকার থেকে বঞ্চিত করে, তাদের পরিনাম ভয়াবহ। জালিমদের পতন হবেই। আল্লাহ তিল তিল করে হিসেব নিয়ে আখেরাতে বিচার করবেন। যারা দোষী হবে তাদের দেওয়া হবে নরক বা দুজখ এবং যারা নির্দোষ প্রমানিত হবে তাদের জন্য রাখা হয়েছে স্বর্গ বা বেহেস্ত। আমি মাওলানা বা হুজুর নই।
মোসলমান হিসেবে অলেমদের কাছ থেকে যা শুনেছি তাই বললাম। হয়তো বলার মধ্যে ত্র“টি থাকতে পারে। (আল্লাহ যেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন)
প্রসঙ্গটা আনার প্রয়োজন এ জন্য যে, বর্তমান সময়ে আমাদের দেশে পেশি শক্তি, কালো টাকার বাহাদুরী আর অহঙ্কারে ছেয়ে গেছে। আর নিষ্পেসিত হচ্ছে সাধারণ মানুষ। রাজনীতি যারা করেন- তাদের চিন্তা চেতনা হবে উত্তম (রাজ)।
কিন্তু আমার মনে হয় উত্তম নীতির বড়ই অভাব। বর্তমান আ‘লীগ সরকার ক্ষমতাসীন। শেখ হাসিনার শতভাগ সদিচ্ছা থাকা সত্বেও দলীয় ব্যানারে কিছু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন। পত্র পত্রিকায় দলীয় সন্ত্রাসীদের কর্মকান্ড দেশের নীতিবান রাজনৈতিক ব্যক্তিদের বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। ক্ষমতাসীন দলের একজন বলে নিজেকে জাহির করে অহঙ্কার করাও আমাদের জন্য অশনি।
নিজের দলকে দেশ ও জাতির কাছে কলঙ্কমুক্ত করে উপস্থানের জন্য সকল রাজনৈতিক ব্যক্তিদের অহঙ্কার ত্যাগ করা উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।