গেল গেল সবই গেল গেল গেল সবই গেল গেল সবই বাবার ধন, ছাড়িলাম ছাড়িলাম বাড়ি ছাড়িলামরে আপন জন। আমি একজন দিন ভিখারী সারা দিনই ঘুরি ফিরি, হাওয়াকেই তাই সঙ্গি করি হাওয়াতেই মজেছি মন, ছাড়িলাম ছাড়িলাম বাড়ি ছাড়িলামরে আপন জন। শুকনো দেহের শুকনো ডালা দিনে দিনে হচ্ছে নালা, সময় আমায় দেয় না তালা অকালেই করি সৃজন, ছাড়িলাম ছাড়িলাম বাড়ি ছাড়িলামরে আপন জন। এখন আমি পথের হাওয়া ঘরে বাইরে আসা যাওয়া, ছাড়িলাম সব দেহের মায়া একা আমার নিজ ভুবন, ছাড়িলাম ছাড়িলাম বাড়ি ছাড়িলামরে আপন জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।