ভালবাসায় বিশ্বাসী প্রেমে নয়..
প্রথমবার যখন গানটা শুনি ভাল লাগে না। দুৎ..এটা একটা গান হল? কিন্তু প্রিয় গায়কের গান বলে মনের ওপর জোর খাটিয়ে আবার শুনি। এবার একটু ভাল লাগে। ভাবি আরেকবার শুনে দেখি কেমন লাগে। এবার আরেকটু বেশী ভাল লাগে।
তারপর আবার শুনি। ভাললাগার পরিমান সমহারে বাড়তে থাকে। তারপর আবার..... আবার......তারপর ....; কতবার এভাবে শুনি, তার কোন হিসেব নেই। একসময় দেখি গানটা অসম্ভব ভাল লেগে গেছে। যখনই শুনি, টের পাই হৃদয়ে স্পন্দন আর রক্ত কনিকায় সুরের নাচনে ভাল লাগার মাইটোসিস বিভাজন।
গানের কথা
ভাবনার হাওয়াতে উড়াই এ মন
হৃদয় জুড়ে উৎসব
স্বপ্নের দোলাতে সাজাইক্ষন
তর লাগি চেয়ে আছে সব
সোনা সোনা প্রহরে রাখবি কি আমারে
রোদেলা উদাসী এই বিকেলে
বন্ধুরে তোর লাগি এই গান গাওয়া
বন্ধুরে তোর লাগি এই পথ চাওয়া
পাহাড়ের বুকে ঝরনা
আকা বাকা পথে বয়
যেখানে দৃষ্টি আমার পড়ে
সেখানে তর ছবি রয়
তরে নিয়ে মন আমার পালিয়ে বেড়ায়
কোন দূরে জানি না কোন অজানায়
বন্ধুরে তোর লাগি এই গান গাওয়া
বন্ধুরে তোর লাগি এই পথ চাওয়া
সবুজের বুকে লাগা রঙ
শুয়ে আছে ঐ দূর নীলে
যেখানে নামবে রোদ ছায়া
ঢেউ তোলা হাওয়ারই ঢলে
হত যদি তোকে নিয়ে পথ চলাগো
না বলা কথা যদি হত বলাগো
বন্ধুরে তোর লাগি এই গান গাওয়া
বন্ধুরে তোর লাগি এই পথ চাওয়া
ভাবনার হাওয়াতে উড়াই এ মন
হৃদয় জুড়ে উৎসব
স্বপ্নের দোলাতে সাজাইক্ষন
তর লাগি চেয়ে আছে সব
সোনা সোনা প্রহরে রাখবি কি আমারে
রোদোলা উদাসী এই বিকেলে
বন্ধুরে তোর লাগি এই গান গাওয়া
বন্ধুরে তোর লাগি এই পথ চাওয়া
বন্ধুরে তোর লাগি এই গান গাওয়া
বন্ধুরে তোর লাগি এই পথ চাওয়া
ডাউনলোড লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।