নেমে আসে সহস্র প্রহরের জ্যোতি। ভিন্নতা ছিল না এর আগেও,
তবু চিহ্ন ছিল। স্রোত ছিল । অবগাহন সেরে পাখিরা ফিরে যাবার
প্রত্যয় পেতো ভোর-শিরোনামে।
এ নগরে এখন পাখিশুমারির নামে শিকারির চোখ খুঁজে
সবুজের সীমানা। পাতার শিরাগুলোও কেঁপে উঠে ভয়ে
কখন ফুটবে কার্তুজ ।
সহস্র শিরোনামে অভিষিক্ত হতে হতে আমরা ঘরে
ফিরে দেখি, মনভিটে ও নিলাম হয়ে গেছে
সেই কবে ! ভরাট নদীর চরে সারি সারি পুরোনো সমাধি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।