আমাদের কথা খুঁজে নিন

   

সখের সাংবাদিকতা- ছেড়েই দিব

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

ছোটকাল থেকেই ইচ্ছে ছিল লেখালেখি করব। স্কুল কলেজে পড়ার সময় লেখালেখিটা ছিল অংক আর বাংলা খাতায় সিমাব্দ্ধ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিষয়টি মাথাচারা দিয়ে ওঠে। চিঠিপত্র কলামে নিয়মিত লিখতে থাকি। এক সময় লেখা শুরু করি প্রথম আলোতে।

সিলেট অফিসের প্রদায়ক হিসেবে। সেটা ২০০৩ সালের কথা। একটানা প্রায় দুই বছর কাজ করি প্রথম আলোর সিলেট অফিসের প্রদায়ক। যে দিন লেখা ছাপা হতো মনে হতো রবীন্দ্রনাথও ফেল। প্রথম আলোয় শেষ লেখা ছাপা হয় ২০০৫ সালের ৮ ডিসেম্বর আন্দ পাতায়।

নতুন আশা নতুন চ্যালেন্স নিয়ে যোগ দেই যায়ায়াদিনে। ২০০৬ সালের ১ জুন থেকে। বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে। কিন্তু ছয় মাস যেতে না যেতেই.............................................। তারপরও এতা দিন কেবল লিখেছি লেখা লেখি ভালোবাসি তাই।

কিন্তু আজ মনে হচ্ছে কেমন জানি হাহাকার শূন্যতা। সখের সাংবাদিকতা হয়ত ছেড়েই দিব। কিচ্ছু ভালো লাগে না। অনেক সখের অনেক আশার অনেক ভালোবাসার সাংবাদিকতা হয়ত খুব শিগগিরই ছেড়েই দিব। চোখ ছলছল করে।

হৃদয়ের কোথায় যেন চিনচিন ব্যাথা পাই । তারপরও হয়ত ছেড়েই দিব আমার সখের সাংবাদিকতা। কারণ গুলো না হয় নাই বললাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.