আমাদের কথা খুঁজে নিন

   

সখের একটা সফটওয়্যার একেবারে ফ্রি তে পাইলাম। ব্যাবহার বিধি কিছুই জানি না।

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম) আমি আজকে আসলেই অনেক খুশি। কারণ টা হল ভিডিও এডিটিং শিখার ব্যাপারে আমি অনেক আগ্রহী, তবে শখের বসে শিখতে চাই এমন আর কি। এ জন্যই কিছু দিন আগে একটা নরমাল ক্যামেরা ও কিনেছিলাম। এ দিকে অফিসের কাজে অনেক বিজি, সময় বের করা টাপ ব্যাপার, তাই কোন সময় যদি আধা ঘণ্টা বা এক ঘণ্টার জন্য ফ্রি হই, তা হলে মামা গুগুলের সাহায্য বিভিন্ন সাইটে এ ব্যাপারে সন্ধান চালাতে আমার একটু ও লেইট হয় না। বিভিন্ন সাইটে ঘুরে ঘুরে টুকটাক শিখতে ট্রাই করে যাচ্ছিলাম।

কিন্তু বলার মত তেমন কিছুই শিখতে পারলাম না আপসোস। এর কারণ ভিডিও এডিটিং এর জন্য মামু আমাকে যেসব সফটওয়্যারের সন্ধান দিল বেশীর ভাগই দামী দামী সফটওয়্যার, আর আমার কাছে ক্রেডিট কার্ড ও নাই যে নেট থেকে কিনে নিব। এর মধ্যে একদিন সামহ্যারিন ব্লগের ব্লগার মাস্টার ভাই এর ভিডিও এডিটিং ও সিনেমা বিষয়ে লিখাগুলা আমার সামনে পরে গেল। এখান থেকেই ফেইস বুকে মাস্টার ভাই এর সিনেমা পিপল পেইজটার লিঙ্কু পেলাম। এবং যোগ হলাম ওনাদের সাথে এই কয়েক দিনে পেইজ টা আমার কাছে ভালই লাগল।

নতুন নতুন ইউজারদের নতুন সব কাজের অভিজ্ঞতা দেখে আমি দারুণ উৎসাহিত হলাম। এর পর আমি নিজেও ভিডিও এডিটিং এর জন্য সফটওয়ারের খোঁজে বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞাসিতে লাগিলাম। ভাগ্য ভাল ই বলতে হবে আমার। গত কাল অফিসের এক মিশরি বন্ধুর টেবিলে দেখি চার পাঁচটা সিডিতে চার পাঁচ রকমের সফটওয়্যার। জিজ্ঞাস করিলাম।

এগুলান কিসের সফটওয়্যার। ? ও বলে আমি জানি না। আমি হাতে নিয়ে দেখলাম একটা একেক রকমের কাজের সফট। একটার নাম সুপার পি,সি এন্ড ডেক্সটপ, আর একটা পিনাসিলি স্টুডিও প্লাস সাথে আর ও দু তিন টা ছিল তবে ঐ সফটগুলা আমার তেমন ভাল লাগ-লোনা। আমি এই মিশরি দোস্ত টা কে জিজ্ঞাসিলাম।

আমি কি এটা নিতে পারি হাতে তখন এই পিনাসিলি স্টুডিও সফট টা। সে বলল নাও না আমি কি করব এগুলা দিয়া। সরি সে আরবিতে বলল (শীল ইন্তা আনা ইস ফি সো ই। ) আমি বললাম তুমি কোথায় পেলে এগুলা। ও বলল এক সাফ্লাইয়ার দিয়ে গেল কালকে।

আমি জানি না কি করব এগুলাতে কি আছে। ওর কথা শুনে নি-চিন্তে নিয়ে নিলাম এই pinnacle studio plus সফটওয়ার টা। এখন কি ভাবে এটা ভাল ভাবে ব্যাবহার করতে পারব। আপনারা কেউ যদি এটা আগে ইউজ করে থাকেন প্লিজ গিভ মি সাজেস কি ভাবে উত্তম ব্যাবহার করতে পারি। উপরের স্কীনশর্ট টা তে দেখেন ইন্সটল দেওয়ার পরে ফাস্ট ইন্টার ফেই-স এটা।

আমার ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি, এবং সম্ভব হলে ফেইসবুক লাইক বক্সে একটা লাইক দিবেন প্লিজ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.