ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। কিছুদিন আগে আমার সখের সেল ফোনটা অসাবধনতাবসত পানিতে পরে যায়। দ্রুত পানিতে থেকে তুলে খুব ভালো করে ঝাকালাম যাতে পানি বের হয়ে যায় ! এরপর পার্ট পার্ট করে রোদে শুকাতে দি !! আর এতেই হল হিতে বিপরীত।
সেলতো আর স্টার্ট নে না ! পরে দোকানে দিলে তারা মোটা অংকের টাকা নিয়ে ডিসপ্লে চেঞ্জ করে দিলে সেটি ঠিক হয়ে যায়।
মূলত ঝাঁকানো আর রোদে দেওয়ার কারনেই সেলের ডিসপ্লে নষ্ট হয়ে যায়।
পরে নেটে ঘাটাঘাটি করে এসব ব্যাপারে জানতে পারি।
সেল পানিতে পরে গেলে দ্রুত তুলে নিয়ে নিচের ট্রিটমেন্ট গুলো প্রয়োগ করাই উত্তম।
১। সেলের ব্যাটারি, সিম, এবং অন্যান্য এক্সকেসরিজ খুলে ফেলুনঃ
সবার প্রথমে যে কাজটি করতে হবে তা হল ব্যাটারি আলাদা করে ফেলা। পানি আর বিদ্যুতকে কখনই মিক্স হতে দেয়া যাবেনা।
সার্কিট রক্ষা করতে হলে প্রথমেই এই কাজটি করতে হবে। সেলের বেশিরভাগ পার্টসই ওয়াটার প্রুফ যদি সে পানিতে ইলেক্ট্রিসিটি না থাকে।
সেল থেকে সিম আলাদা করে ফেলুন তাহলে সিম ডেমেজ হয়ে গুরুত্বপূর্ণ তথ্য হারাবেনা।
২। পরের গুরুত্বপূর্ণ কাজটি হল সেলটাকে শুকিয়ে ফেলাঃ
একফোঁটা পানিই সেলকে ডেমেজ করে দিতে যথেষ্ট তাই খুব ভালভাবেই সেলটাকে শুকিয়ে নিতে হবে।
সেল পানিমুক্ত করতে যে কাজ গুলো করবেন না সেগুলো হলঃ
# কখনই সেল সূর্যের আলোতে শুকোতে দেবে না। কারণ সূর্য হল বিদ্যুৎ শক্তি উৎস। সূর্যের আলো আপনার ফোনের ডিসপ্লে থেকে শুরু করে সার্কিটসহ নষ্ট করে দেবে। সেলের প্যাকেটেই দেখবেন লিখা থাকে "কিপ অ্যাওয়ে ফ্রম লাইট"
# সেট ঝাকাবেন না। এতে পানি সার্কিটে রন্ধ্রে রন্ধ্রে ডুকে পড়ে আর সেট ডেমেজ করে দে।
# হেয়ার ড্রাইয়ার ব্যবহার করবেন না। এটি আপনার সেটকে ফ্রাই করে ফেলবে !
সেট পানি মুক্ত করার জন্য যা করনীয় তা হলঃ
# তাওয়েল, রুমাল ইত্যাদি দিয়ে আলতো ভাবে সেল মুছে ফেলুন। সেট খুব বেশি এপাশ করবেন না।
# যদি সম্ভব হয় ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন।
# যে কাজ টি অবশ্যই করতে হবে তা হল সেলটি শুননো চালের মধ্যে গুঁজে রাখা।
পুরো রাত সেটি এভাবেই রাখতে হবে তাহলে চাল আপনার সেটের বাকি মোয়েশ্চার টেনে নেবে।
# সেলটি পানি শোষক তাওয়েল, ন্যাপকিন ইত্যাদির উপর রেখে দিন
তারপর আপনার ফোনটি অন করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।