আমাদের কথা খুঁজে নিন

   

আমার হুক্কা খাইতে ইচ্ছা করতাছে

রাজা
পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাব্বুয়া ডাব্বুয়ার ভিতরে গঙ্গার জল সমুদ্রের পানি তরে ধইরা আমি ফসুর ফুসুর টানি। তামাক প্রস্তুতের নিয়ম যেই প্রকার তামাক তবিয়তে চায় তাহা কুচি কুচি করিয়া কাটিবে এবং (শীরা) বার বা চিটাগুর শীতকালে সমপরিমান, গরমের দিনে সমপরিমানের চেয়ে কিঞ্চিত অধিক এবং বর্ষাকালে সমপরিমানের চেয়ে কিছু কম মিশ্রিত করিয়া উত্তমরূপে কাহেল বা ঢেঁকিতে কুটিবে। অল্প তামাক হইলে হাতেই মাখাইতে হয়। ইহাতে বড় পরিশ্রম, তাই তামাক মাখার মুজুরীদিয়া কোন দোকানদার দ্বার না হয় মুজুরের দ্বারা কোটান যাইতে পারে। খোশবুদ্বার তামাক প্রস্তুতের নিয়ম লবঙ্গ, জর্টা মাংসীম চন্দন কাঠের গুড়া, বড় এলাচী, সোন্দা, দারুচিনি, বাউবীর হেনা আতর ইত্যাদি সুগন্ধি বস্তু সমপরিমান লইবে। প্রতি সের তামাকের সহিত অর্ধ ছটাক মিশ্রিত সুগন্ধি এবং তিন চার মাসা হেনা আতর ও মিশাইবে। ইহা সাদা তামাকের সহিতও মাখান যায় আবার মাখা তামাকের সহিতও মিশান যায়। বিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.