চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com
১। ৭৩% পুরুষরা তাদের উল্লেখযোগ্য ঘটনাগুলো গোপন করে থাকে
২। একটা প্রেমের সম্পর্ক থাকার পরেও ২১% পুরুষ দিনে অন্তত একবার করে যৌন আবেদনময় ওয়েবসাইটে যায়
৩। ৫৬% পুরুষ প্রেমের সম্পর্ক থাকার পরেও অন্য নারীর সঙ্গ কল্পনা করে
৪।
প্রেমের সম্পর্ক থাকাকালীন, অন্তত পক্ষে সপ্তাহে একবার ৮% পুরুষ অনলাইনে ভার্চুয়ালি সম্পূর্ণ অজানা কোন নারীর সংগে যৌন সম্পর্ক তৈরি করে বা করার চেষ্টা করে।
৫। ২৭% পুরুষ তাদের যৌন সম্পর্কে অপর পক্ষের নতুন কিছু আশা করে
৬। নিজের সম্পর্কে পার্টনারের ভুল ধারণা হতে পারে ভেবে ৪৩% পুরুষ তাদের যৌন সম্পর্কীয় ইচ্ছাগুলো গোপন করে থাকে
৭। প্রেমের সম্পর্ক থাকাকালীন অবস্থাতে ১৫% পুরুষ তার পুরোনো ভালবাসার কথা মনে করে থাকে
৮।
ঠিক ঠাক যেকোন নারী তাদের পছন্দ সেক্স করার জন্য কিন্তু, কথা দেবার মতন নয়। নিজের ভালো লাগা মানুষটির জন্য ওটা তোলা থাকে।
৯। সাধারণ পুরুষেরা নারীদের মন জয়ে ব্যবহার করে ফেলে দেওয়াতে বিশ্বাসী নয়। কিন্তু, কিছু ঘটনা এরকম হয়।
১০। সাধারণত পুরুষদের ক্ষেত্রে, কমিটমেন্ট শব্দটা সাধারণ আকর্ষণকেও বিকর্ষণ করে। "কমিটেট হবার পরে যদি আশানুরুপ কিছু না হয়" টাইপ ভয়টা কাজ করে।
১১। বীর্যস্খলনে ভালোবাসে আসে না, বাড়েও না।
তথ্যসুত্র: http://dontdatehimgirl.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।