ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো বেদনা জমেছে বুকে, আরো কিছু বেদনা জমলে একখানা কবিতা হবে হয়তো। আরো কিছু বেদনা জমতে দি, আরো কিছু বেদনা জমলে বুকে, বেদনারা ঘনীভূত হবে, ঘনীভূত হতে হতে আকাশ যেমন কালো করে বৃষ্টি নামে; বেদনারাও বৃষ্টি হয়ে ঝরবে। আরো কিছু বেদনা জমলে বৃষ্টি হবে হয়তো, বেদনা জমেছে বুকে,হাত দিলে টের পাই আরো কিছু বেদনা জমতে দি, চোখের দুকুল কানায় কানায় পূর্ণ হলে ভীষণ আবেগী একখানা প্রেমের গান হবে হয়তো। বেদনা জমেছে বুকে, আরো কিছু বেদনা জমুক, এক একটি বেদনা জন্ম দিবে এক একটি ক্ষতচিহ্নের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।