আমাদের কথা খুঁজে নিন

   

আসলে কেউ নেতিবাচক নয়!!!!!!!

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

দূর , কিচ্ছু হবে না। ও যা তাই। মুদ্রার এপিঠ আর ওপিঠ। আরে জানি, ও সেই ঘুরে ফিরে একই। অথবা আরে লাভ কি, আম গাছে কি আর আঙ্গুর ধরে।

--------এসব ধরনের কথাই অহরহ শোনা যায় পেসিমিষ্ট মানে নেতিবাচক মানবকূলের কণ্ঠে। বিশেষ করে নিজ কণ্ঠে বেশী শুনেছে আপন কর্ণ। নিজেকে তাই নেতিবাচক ভাবতে খুব একটা বেগ পেতে হয়না। নেতিবাচকদের একটা বড় বৈশিষ্ট্য হলো , তাদের চেতনা ( যত টুকই থাকুক) বেশ অভিজ্ঞতা সম্পন্ন হয। অথবা তারা অল্প অভিজ্ঞতাকে বেশ বড় করে ভেবে নেয়।

তারপরও কথা শেষ হয়না। মনে প্রশ্ন জাগে , আসলেই কি পেসিমিষ্ট বা নেতিবাচক মানুষ হয়। সত্যি হয়না। তাহলে মানুষ বেঁচে থাকত পারতই না। আশা এমন বৃহৎ এক উপাদান যা মানুষকে বেঁচে থাকার এবং কর্ম সম্পাদনের ( গুড ওর বেড) সর্বাধিক প্রেরণার যোগান দিয়ে থাকে।

যে মহারথী বা মহারথিনী জীবন এর মায়া ত্যাগী হতে চেয়ে কুণের ট্রান্সিয়েন্ট ভ্রান্তিতে আত্মহত্যা করে তার ও নিশ্চিত একটা আশা থাকে। শান্তির আশা, মুক্তির আশা। যদিও তার সে আশা মহাভ্রান্ত, ভুল। তবুও আশা থাকে। তারমানে আশা যে সঠিকই হবে সব সময় তেমন কোন কথা নেই।

তাইতো। আশা ভুল ও হতে পারে। ৪৫০ টন চাল ফেলে দেয়া হচ্ছিল ভাগারে ( ৫০ টন অলরেডি দেয়া হয়েছে) এমন খবরে আশাও জাগে , শঙ্কা জাগে আরও বেশী। কেন বলুন তো। উত্তর নাই? আমি কিন্তু নেতিবাচক।

কিন্তু একা ধারে আমি ইতিবাচকতা খুঁজে পাই নিজের মাঝে। যেখানে এখন ট্রেনিং এ আছি , জানা থাকলে জানবেন, সেখানে ১০ মিনিট সময় কেবল পত্রিকা পড়ার জন্য সংকলন করা বেশ কঠিন। তারপরও লাইব্রেরীতে এক দু মিনিট অবসরে ছুটে যাই, পত্রিকার পাতা উল্টে উল্টে দেখি। ভেবে দেখলাম, রেরাজ তো সেই একই টাইপড খবরাখবর, তারপরও কি খুঁজি? কিছু একটা তো খুঁজিই। সুপ্ত মন খুঁজে বেড়ায় এমন কোন একটা অভাবনীয় খবর যা শুনলেই মনে হবে এই দেশের সত্যি কিছু হবে।

কিন্তু আমার সংকোচ হয়, সন্দেহ হয়,সংশয় হয়----আদৌ কি হবে, কিছু বা অল্প বা কিঞ্চিৎ, যা হওয়া উচিৎ । ( উচিৎ এর ব্যাখ্যায় এখন আর যাবনা। কোনটা উচিৎ কোনটা অনুচিৎ সে যে আরেক মহাকাব্য)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.