আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্গমে জারুলতা

অপরাজিতা পোশাক নামের ওসব জঞ্জাল খুলে ফ্যাল ছুড়ে ফ্যাল তোর লাজ শরম, সতীত্বের সম্ভোগ ছুটে আয় এই জারুল পাতার খসখসে শয্যায় লোকে চরিত্রহীন বলুক বা লম্পট কিচ্ছু যায় আসেনা- আজ তোকে সম্ভোগের পূর্ণতা দেবো পোশাকের প্রতিটা ভাঁজ ছিড়ে উন্মোচন করবো তোর সাদা চামড়ার উপত্যকা ব্রেসিয়ার বা অন্তরবাসের জোড়াতালি, কষ্টসাধ্য হুক ছিড়ে কুঁড়ে খাবে শকুনে হামলে পড়বো তোর ঠোটের ডগার তিলটাকে খুবলে খাওয়ার আকাঙ্খায় তোর স্তনবৃন্ত গোলাপি আভায় লাল হয়ে জ্বলে উঠবে ভিসুভিয়াস এর মত যোনিপথ মসৃণ, যেন রক্তজবার ভাঁজে নাক ডুবিয়ে ঘ্রান নেবার আনন্দ এক লহমায় প্রবেশ করবো তোর চামড়ায় বুকের খাঁজে বা কুচকিতে একান্তই চামড়া ও চামড়ার সঙ্গম মাঝে থাকবেনা কোন ইলাস্ট্রেটেড চকোলেট বা স্ট্রবেরী তোর জরায়ুতে ছুটে যাবে দশ লক্ষ ভ্রুন দশ লক্ষ সৈনিকের যুদ্ধ শেষে- যে সাহসী, যে বীর যে সর্বাধিক শক্তিশালী ও মঙ্গলময় সে হবে তোর সন্তান এই ঘন জঙ্গলে জারুলের নীচে হেমন্তের শেষ সন্ধ্যায় তোর নদীর মত শান্ত জরায়ু তে জন্ম নেবে পৃথিবীর শেষ সভ্যতা পুঁজিবাদ বানিজ্যিকিকরন সাম্রাজ্যবাদ হীন এক নতুন নগ্ন, পরিপূর্ণ ও পবিত্র সভ্যতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।