ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
প্রতিদিন শব্দের সঙ্গমে তোমাকে বাসবো ভালো
কর্ষণের রাত হয়ে যাবে দিন ভোরের আলোয়
তবু ফুরাবে না সঙ্গমের মধুক্ষণ আমাদের!
পাহাড়ের চূড়ায় যখন নামবে ঝরনা ছুটে
বনের আড়ালে যখন নামবে চাঁদ এসে
পাখিরা কূজনে বাতাসে ছড়াবে নীলকণ্ঠ গান
সেখানেও সঙ্গমে গড়বে সময় অনাদিকাল।
বরেন্দ্রের লাল মাটি, হরিকেল, সমতট
সমস্ত পেরিয়ে যখন নদীটা মিশবে সাগরে
মোহনায় হৃদয় উজাড় করে নীল ঢেউ তুলে
করবো সঙ্গম অবিচল তোমার সোমত্ত দেহভাগ।
কী শরীর, কী মনন সব ক'টি ইন্দ্রিয়ে তোমার
আমি শব্দের সঙ্গমে তোমাকেই বেসে যাবো ভালো!
10.08.2006
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।