আমাদের কথা খুঁজে নিন

   

ভিআইপি বন্দীদের টাকায় কারাগারে উন্নয়ন কাজ !!!!!!!!!!!!!!!!!!!

পাগল পাগলামী করবে এটাই স্বাভাবিক

প্রথম আলোর সংবাদ - 'ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটক দিয়ে ভেতরের পশ্চিম দিকে একটু গেলেই লাইব্রেরী এখলা সামনে চোখে পড়ে বিশাল আকারের সুদৃশ্য দোচালা টিনের ছাউনি। প্রায় সাত কাঠা জমির উপর গড়ে তোলা হয়েছৈ পাঁচ হাজার বর্গফুটের এই ছাউনিটি। এ ছাউনির এক পাশে পুরোনো "১০ সেল" বা কাঁঠালিচাঁপা আর আরেক পাশে স্কুল ওয়ার্ড বা জলসিঁড়ি ওয়ার্ড। বিশাল এই ছাউনি নির্মাণে কোনো সরকারী বরাদ্দ ায়নি কারা প্রশাসন। জানা গেছে, এটি নির্মাণে খরচ জুগিয়েছেন সাবে সাংসদ মোসাদ্দেক আলী ফালু, সাবেগ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর স্তাতার টিংকু, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহিম বাপ্পিসহ দূর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া কয়েকজন সাবেক মন্ত্রী, সাংসদ ও ব্যবসায়ী।

" কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জাকির হাসান বলেন, 'যারা এসব দিয়েছেন, তাঁরা স্বেচ্ছায় দিয়েছেন। আর এরসব গরিব ও অসহায় বন্দীদের কাজে লাগানো হয়েছে। আইনের চেয়ে এখানে মানবিক ব্যাপারই মুখ্য' আমি ঠিক বুঝতে পারছি না, সরকার কোন আলাউদ্দিনের চেড়াগ হাতে পেয়েছেন, কোন যাদুমন্ত্রে এতগুলো দূর্নীতিবাজকে হঠাৎ মানবতাবাদী বানানো গেল। স্বার্থ ছাড়া টাকা খরচ করবে তাও আবার বাংলাদেশের দূর্নীতিবাজ রাজনীতিবিদরা ? তবে সূর্য আজকে পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ বাদ দিয়ে সরাসরি মাটি ফুড়ে উদয় হয়েছে ? আমি অবশ্য খুব সকালে ঘুম থেকে উঠতে পারিনি তাই সঠিক বুঝতে পারছি না। ঘুষ কি শুধু টাকা নেই নাকি উপঢৌকন ও ঘুষ এর পর্যায়ে পড়ে ? সরকার কেন এসব বন্দীদের কাছ থেকে উপঢৌকন নিচ্ছে ? এর বিনিময়ে সরকার তাদের কি সুবিধা দিচ্ছে ? সাধারণ নিয়ম অনুযায়ী সাধারণ বন্দীদের কাছে নগদ টাকা থাকার কথা না।

পত্রিকার খবর অনুযায়ী আটক বন্দীদের ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাছাড়া সে টাকাও দিতে চাইলে বাইরের কারো সাহায্য লাগবে। নাকি আত্মীয়-স্বজনদের নিকট থেকে টাকা ধার নিয়ে বন্দিরা মানবতা দেখাচ্ছে ? দারুন তো !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.