বুধবার দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়ে ৩ হাজার ৮৫৫ পয়েন্ট হয়েছে। এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪২১ পয়েন্ট।
সারাদিনে হাতবদল হয়েছে ৪৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ১৯৬ কোটি টাকা বেশি।
এ দিন দাম বেড়েছে ২৬৯টি শেয়ারের, কমেছে ১১টির এবং অপরিবর্তিত ছিল ৭টি শেয়ারের দাম।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ডিএসইএক্স ৯ পয়েন্ট বাড়ে এবং ২৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
আগের দিন সোমবার ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বাড়ে এবং ১৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে রোববার সার্বিক সূচক কমে ৭৮ পয়েন্ট, লেনদেন হয় ১৬৫ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহের লেনদেনে ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে যায়। গড় লেনদেন ছিল প্রায় ৪৩৫ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইর সার্বিক সূচকে ২১৪ পয়েন্ট যোগ হয়।
গড় লেনদেন ছিল ৩৫৭ কোটি টাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।