আমাদের কথা খুঁজে নিন

   

সোনার হরিনের খোজে



সোনার হরিনের খোজে জীবনের সাথে করতে করতে যুদ্দ মনটা হয়ে যাচ্ছে ভারাক্রান্ত তবুও আমি ছাড়ব না তাকে দেখে নেব শেষ এই জীবনটাকে এমনিতেই ছেড়ে ছেড়ে দেব না যদিও এর শেষটা আমার অজানা অজানার দুর্বলতাকেই টেনে নিয়তির শেষটাই নেব মেনে তবুও দেব না হাল ছেড়ে নিতে দেব না সোনার হরিন কেড়ে ইচ্ছা করে দেই এক লম্ফ স্স্টি করে তুমুল ভুমিকম্প আকাশের সীমানা পেরিয়ে চন্দ্র সুর্য ছাড়িয়ে চলে যাই অনেক অনেক দূরে যাতে আবার জন্ম হয় কোন এক সউভাগ্যম্যী ভোরে কিন্তু, ধরনী ছেড়ে যাবার সাধ্য আছে কার জন্ম ও তো হয়না দুবার সোনার হরিনের খোজে করে দেব সব কিছু লন্ডবন্ড হউক আমার ম্ত্যোদন্ড তবুও আমার সোনার হরিন চাই যে Gufran-kindly forgive my spelling mistakes.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.