হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র ইন্ডিয়া একটি কলোনিয়াল কনস্ট্রাকশন। দক্ষীন এশিয়ায় পশ্চিমা নয়া উপনেবেশের আঞ্চলিক প্রতিনিধীত্ব করাই ইন্ডিয়া নামক রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের প্রধান কাজ, রাষ্ট্রটির বৈদেশিক নীতির প্রতি লক্ষ্য রাখলেই এটা পরিস্কার বোঝা যায়। ইন্ডিয়ান কালচার বলে কোন একক কালচার কোন আমলেই ছিলনা, এখন সেটা গড়ে উঠেছে ইন্ডিয়ান পপ কালচারএর উপর ভর করে, এই ইন্ডিয়ান পপ কালচারই হলো একমাত্র ইন্ডিয়ান কালচার। বলিউড ইন্ডাস্ট্রি, স্যাটেলাইট চ্যানেল আর ক্রিকেট শো-বিজ নিয়ে গড়ে ওঠা এই পপ কালচার বাংলাদেশে জায়গা করে নিয়েছে অনেক আগেই, আর তা বাংলাদেশে বিভিন্ন ইন্ডিয়ান পন্যের শক্তিশালী বাজার তৈরি করতে সক্ষম হয়েছে। তবে নিজেদের নয়া ঔপনিবেশিক স্ট্যাটাস সয়ংসম্পূর্ণ করার লক্ষ্যেই বাংলাদেশের জ্বালানী সম্পদের উপর নজর পরেছে ইন্ডিয়ার।
ইতিপূর্বে আমরা দেখেছি ক্ষমতাসীন আওয়ামীলীগকে বরাবরি ইন্ডিয়ান আগ্রাসনের সামনে নতজানু এবং দালালসূলভ মানসিকতা প্রকাশ করতে। রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে 'সুন্দরবন' ধ্বংস করতে ইন্ডিয়ান আগ্রাসনে নিজেদের দালাল চরিত্র তারা এরি মধ্যে প্রকাশ করেছে। ২৯ জানুয়ারী বাগেরহাটে জাতীয় কমিটির প্রতিবাদ সমাবেশে পুলিশ এবং দলীয় সন্ত্রাসীদের হামলার মাধ্যমে দালাল হিসাবে নিজেদের যোগ্যতার প্রমান ঈতিমধ্যে দিয়ে দিয়েছে সরকার। বিএনপির কাছ থেকে কোন প্রতিবাদ আশা করা নেহাত বোকামী, কিছুদিন আগেই যেখানে তারা ইন্ডিয়া সফর করে ঢাকডোল পিটিয়েই দালাল হিসাবে নিজেদের বিক্রি করে দিয়ে এসেছে।
আমরা কি তাইলে হেড়ে যাচ্ছি? আমি তা মনে করিনা।
এটা আমাদের সুন্দরবন। আসুক হানাদার, আসুক দালাল। বাঘের দেবতা দক্ষীন রায়ের ক্রোধ আমাদের সাথে থাকবে, থাকবে বন বিবির আশির্বাদ। হানাদারদের রূখে দিতে সময় মতো জিন্দাপীর গাজী কালু দুই ভাই হাজির হবেন বাঘের পিঠে চেপে। আমি তাদের সাথেই থাকবো।
আপনি থাকবেন কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।