নিম্নচাপের বাধা কেটে রাজ্যে শীত নেমেছে। পশ্চিমের জেলাগুলিতে কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা এখনই কমছে না কলকাতায়। সেই সঙ্গে রয়েছে কুয়াশা।
আজ বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিকের থেকে বেশ বেশি। তবে সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও তা জাঁকিয়ে শীত পড়ার ক্ষেত্রে বাধা হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আর শীত শীত ভাব আসতেই উৎসবে মেতেছে রাজ্যবাসী। চিড়িয়াখানায় চলছে পিকনিক, হোটেল, রেস্তোরাঁয় বড়দিনের কেক মিক্সিংও শুরু হয়ে গেছে পুরোদমে। ভুটিয়াদের পসরায় কলকাতার ফুটপাথেও এখন রঙের মেলা।
অপেক্ষা শুধু জাঁকিয়ে শীতের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।